ঢাকা: বিয়ের আট বছর পর বিচ্ছেদের পথে হাঁটছেন বলিউড অভিনেত্রী ঊর্মিলা মাতণ্ডকর। গত কয়েক মাসে একের পর এক বিবাহবিচ্ছেদের খবর উঠে আসে বিনোদন দুনিয়ায়। এবার সে তালিকায় নাম উঠছে ঊর্মিলা মাতণ্ডকরের। স্বামী মহসিন আখতার মিরের বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন এ অভিনেত্রী।
নব্বইয়ের দশকে বলিউড মাতানো ঊর্মিলার জনপ্রিয়তার ধারেকাছে কোনো দিন আসতে পারেননি মহসিন আখতার মির। যদিও প্রাথমিকভাবে রুপালি পর্দায় কাজ করতে চেয়েছিলেন তিনিও। পরে অবশ্য ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নেন এ কাশ্মীরি যুবক। ২০১৯ সালে ঊর্মিলা ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগদান করেন। সেই বছর লোকসভা ভোটে উত্তর মুম্বাই কেন্দ্রে প্রার্থীও হন। তবে জিততে পারেননি তিনি।
আনন্দবাজার সূত্রে জানা যায়, আট বছরের দাম্পত্য ভেঙে নতুন পথে এগোতে চাইছেন ‘রঙিলা-গার্ল’। এ বিষয়ে ইতোমধ্যে আদালতের দ্বারস্থ হয়েছেন ঊর্মিলা। ঠিক কী কারণে বিচ্ছেদ হতে চলেছে, তা এখনো স্পষ্ট নয়। তবে জানা গেছে, এই বিচ্ছেদ হয়তো আপসে সম্ভব হবে না, তাই আইনি লড়াইয়ে জড়াতে চলেছেন এ অভিনেত্রী।
এ আগে ২০১৬ সালে মহসিনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঊর্মিলা মাতণ্ডকর। একে ভিন্নধর্মে বিবাহ, তার ওপর মহসিনের থেকে প্রায় ১০ বছরের বড় তিনি। ফলে এই বিবাহ ঘিরে খানিকটা চাপানউতর ছিলই। তাই খুবই ব্যক্তিগত পরিসরে বিয়ে সেরেছিলেন এ অভিনেত্রী।
তাই গত আট বছরে মহসিন-ঊর্মিলাকে তেমনভাবে প্রকাশ্যে আসতে দেখা যায়নি কখনই। কী কারণে তাদের এই দাম্পত্য ভাঙতে চলেছে, তা নিয়ে শুরু হয়েছে কানাঘুষা।
আইএ