ঢাকা : বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী রুনা খান। অভিনয় ছাড়াও তার রূপ-লাবণ্যে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। ক্যারিয়ারে অসংখ্য নাটকে অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া তার ফ্যাশন ও স্টাইলও ভক্তদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। কখনো শাড়িতে, আবার কখনো খোলামেলা পোশাকে অনুরাগীদের তাক লাগিয়ে দেন এ অভিনেত্রী।
এ অভিনেত্রী এবার নিজেকে ধরা দিলেন নো মেকআপ লুকসে। চুল ছেঁটে নতুন হেয়ারস্টাইলে হাজির হলেন রুনা খান। তার চুল ছাঁটার নেপথ্যের কারণও জানালেন তিনি। এর আগে এক প্রকার নিভৃতেই ছিলেন রুনা খান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) থেকে হঠাৎ সামাজিকমাধ্যমে সরব হলেন তিনি। আলাদা লুকে হাজির হলেন এ অভিনেত্রী। সেখানে স্পষ্ট ফুটে উঠেছে তার বয়সের ছাপ। চুল ছোট করে ফেলেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিছু ছবি পোস্ট করে রুনা খান লিখেছেন— নাই কাজ তো খৈ ভাজ। নিজের চুল নিজের হাতে কাটার ব্যারাম আমার পুরোনো। ইডেনে হলে থাকার সময় একবার কাঁচি ছিল না বলে বঁটি দিয়ে মাথার চুল কেটেছিলাম। বিয়ের পরও একবার ইডব্লিউর ওপর জেদ করে বঁটি দিয়ে চুল কেটে ফেলেছিলাম। সেই কাণ্ড দেখে আমার হলের বন্ধুরা আর ইডব্লিউর বিস্ময়ের সীমা ছিল না। এটা কীভাবে সম্ভব! কোনো মানুষ নিজের চুল নিজে কীভাবে বঁটি দিয়ে কাটতে পারে?
তিনি আরও লিখেছেন, দুই সময়েই কিন্তু আমি অলরেডি অভিনয় কর্মী হিসেবে কাজ করি। অনেক নাটকের শুটিংও করেছি। দুই সময়েই বঁটি দিয়ে কাটা হেয়ারস্টাইলে। এইবার কাঁচি দিয়ে কাটছি। কলেজের বান্ধবী বলল বয়স হচ্ছে তো, উন্নতি হচ্ছে!
অভিনেত্রী বলেন, এই বঙ্গদেশে বেশিরভাগ নারী, নিজের যখন যা ইচ্ছা, তা করতে পারে না! আমিও পারি না! তবে এই যে আমার চুল আমি কাটব, যখন ইচ্ছা তখন কাটব, বঁটি দিয়ে ইচ্ছা করলে বঁটি দিয়া কাটব, কাঁচি দিয়ে ইচ্ছা করলে কাঁচি দিয়া কাটব। এই ইচ্ছাপূরণই আমার বাঁচিবার আনন্দ। আমি জানি আমি অদ্ভুতুড়ে।’
এমটিআই