ঢাকা: ভারতের সাবেক ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের বিরুদ্ধে সমালোচনার বইছে নেটদুনিয়ায়। সম্প্রতি তিনি একটি ক্রিকেট সম্পর্কিত সাক্ষাৎকারে তার প্রাক্তন প্রেমিকা সম্পর্কে অসম্মানজনক কথা বলেছেন। যেখানে সরাসরি প্রাক্তন সেই প্রেমিকার নাম না প্রকাশ করলেও ভক্তদের বুঝতে সমস্যা হয়নি, বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন এর কথা বলছিলেন তিনি।
অ্যাডাম গিলক্রিস্ট এবং মাইকেল ভনের সঙ্গে একটি পডকাস্ট শো-তে অংশ নিয়েছিলেন যুবরাজ। সেখানেই একটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা জানিয়ে যুবি বলেন, ২০০৮ সালে আমি তখন ভারতের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলাম, সেই সময় এক জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রেম করছিলাম। সেই অভিনেত্রীও তখন অস্ট্রেলিয়ায় একটি সিনেমার শ্যুটিং করছিলেন।
পরের ঘটনা উল্লেখ করে এই ক্রিকেটার জানান, তার নিষেধ সত্ত্বেও নাকি সেই অভিনেত্রী অ্যাডেলাইড থেকে ক্যানবেরা এসেছিলেন যুবির সঙ্গে দেখা করতে ।যুবরাজ বলেন, সেই সফরটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ছিল। এই সময়টা আমি খেলায় মন দিতে চেয়েছিলাম, সেই অভিনেত্রীকে সময় দেওয়ার পরিবর্তে। কিন্তু আমার কথা সে শোনেননি। কারণ সেই সময় রণবীর কাপুরের সঙ্গে দীপিকা অস্ট্রেলিয়ায় বাচনা অ্যায় হাসিনো ছবির শ্যুটিং করছিলেন। এছাড়া যুবরাজের সঙ্গেও তার প্রেম চলছিল।
এর পর তিনি বলেন, ‘আমরা একটি হোটেলে যাই সেখানেই রাত কাটাই, অনেক গল্প করি। তখন সে আমার সুটকেস প্যাক করে দিয়েছিল। আমার ব্যাগ আগেই চলে গিয়েছিল। সকালবেলা যখন আমি ওকে জিজ্ঞাসা করি আমার জুতো কোথায় ? তখন সে বলে ভুল করে আমার জুতোটাও প্যাকিং করে দিয়েছে। তারপর ও বলে তার জুতোটা পরে আসতে, তাকিয়ে দেখি পায়ে গোলাপি স্লিপার। অর্থাৎ, হয় আমাকে খালি পায়ে উঠতে হবে বাসে। আর নয়তো ওই গোলাপি চটি পরে। তারপর অবশ্য ব্যাগ দিয়ে পা লুকিয়ে হোটেল ছাড়েন তিনি এবং বাসে উঠতেই সতীর্থরা তার জুতো দেখে হাসাহাসি শুরু করে দেন।
এভাবে জনসমক্ষে কোনও কারণ ছাড়া প্রাক্তনকে অপমান করার ব্যাপারটা মোটেও ভালোভাবে নেননি ভক্তরা। বিশেষ করে, যখন বর্তমানে দুজনেই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। বিয়ে করেছেন। নিজেদের সংসার নিয়ে ব্যস্ত রয়েছেন।
তখনই যুবরাজ কেন প্রাক্তনকে অসম্মান করলেন সেই প্রশ্ন তুলেছেন অনেকে। সেটাও কি না, দীপিকা যখন সদ্য কন্যা সন্তানের মা হয়েছেন তখনই।
একজন যুবরাজের সেই সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘অসুস্থ, নোংরা, অসভ্য।’ আরেকজন লেখেন, ‘যুবরাজ কি পাগল হয়ে গেছে? আপনি এখন বিবাহিত আর সেখানে যখন আপনার প্রাক্তনও বিয়ে করে সুখে আছে তখন তার নামে এসব বলছেন! বিশেষ করে যখন সে সদ্য মা হলো। কোথায় তাকে শুভেচ্ছা জানাবেন তা না করে হেয় করছেন?’
অপর এক ব্যক্তি লেখেন, ‘আমি জানি না উনি মজা করে বলছেন কি না। কিন্তু এভাবে অতীত সম্পর্কের বিষয়ে মজা করেও কথা বলা যায় না।’
যদিও নিজের মন্তব্য নিয়ে এখন পর্যন্ত নতুন করে কিছু বলেননি যুবরাজ। চুপ রয়েছেন দীপিকা পাডুকোনও।
একবার, একটি সাক্ষাৎকারে দীপিকার কাছে যুবরাজ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তারা শুধুমাত্র বন্ধু ছিলেন।
আবার একবার সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন যে যুবরাজ নাকি তাকে সময় দিতেন না এমনকি নিজের ক্যারিয়ারের দিকেই বেশি নজর দিতেন তাই ভেস্তে গিয়েছিল তাদের এই সম্পর্ক। যুবরাজের সঙ্গে সম্পর্ক ভাঙার পর দীপিকা প্রেমে পড়েন রণবীর কাপুরের।
ইউআর