• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

বন্যার্তদের পাশে দাঁড়াতে তারকাদের আহ্বান


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০২৪, ০২:৪৮ পিএম
বন্যার্তদের পাশে দাঁড়াতে তারকাদের আহ্বান

ঢাকা: রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী ও গাইবান্ধা জেলার নদ-নদীর কূলঘেঁষা চর ও চরদ্বীপসহ লোকালয়ের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

এদিকে অভিনেত্রী অপু বিশ্বাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভয়াবহ বন্যা পরিস্থিতির চারটি ছবি শেয়ার করেছেন। যেখানে তিনি সবাইকে উত্তরাঞ্চলে বন্যায় পানিবন্দি পরিবারদের সাহায্যের আহ্বান জানিয়েছেন। পোস্ট করে অপু বিশ্বাস লিখেছেন, ‘উত্তরাঞ্চলের চার জেলা লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম ও রংপুরের ২৫ হাজারের বেশি পরিবার পানিবন্দি। আসুন আমরা ফেনী, নোয়াখালী, কুমিল্লার মতো পানিবন্দি এই মানুষ গুলোর পাশেও দাঁড়াই।’

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা বেশ আক্ষেপ প্রকাশ করেছেন। জুয়েল সর্দার নামে একজন ভক্ত লিখেছেন, ‘আপু আমার মনে হয় আমাদের রংপুর বাংলাদেশের বাহিরে নয় তো আজ এই অবস্থায় তাদের পাশে কেউ নেই।’

মুহাম্মদ ইউনুস নামে আরেকজনের বলেন, ‘উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ কোন কথা নয় আমাদের পুরো বাংলাদেশকে মহান আল্লাহ তাআলা হেফাজত করুক।’ নাজিম খান লিখেছেন, ‘উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খুব খারাপ, যার যার সামর্থ্য অনুযায়ী উনাদের পাশে দাঁড়াতে হবে।’

এদিকে, চিত্রনায়ক সাইমন সাদিকও বন্যার্তদের পাশে দাঁড়াতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খুব খারাপ। যার যার সামর্থ অনুযায়ী উনাদের পাশে দাঁড়াতে হবে।

প্রবাসী অভিনয়শিল্পী টনি ডায়েস বন্যার্তদের পাশে দাঁড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমাদের সহযোগিতা করা প্রয়োজন যেভাবে ফেনী -নোয়াখালী বাসি দের জন্য কাজ করেছেন। উত্তর দিকের রংপুর, লালমনিরহাটে যে গ্রাম গুলো প্লাবিত হয়েছে, লালমনিরহাট- কুড়িগ্রামে যে ৬০ হাজার মানুষ পানিবন্দি তাদের উদ্ধার করা অতি জরুরি  এর পাশাপাশি খাদ্যের ব্যবস্থা করা। আসুন এগিয়ে আসি একে অপরের বিপদে।

টনি ডায়েসের পোস্টটি শেয়ার দিয়েছেন আরেকজন খ্যাতনামা অভিনেত্রী অপু করিম। তিনি এর মাধ্যমে বন্যার্ত্যদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

ইউআর

 

Wordbridge School
Link copied!