Menu
ঢাকা: ৫ ই আগস্ট স্বৈরাচারী সরকার পতনের পর তাদের সমর্থন এ তৈরী ‘আলো আসবেই’ নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী সোহানা সাবা। কারণ গ্রুপটির সক্রিয় সদস্যদের একজন ছিলেন তিনি। বর্তমানে পর্দায় না থাকলেও সাম্প্রতিক সময়ে বিতর্কিত কিছু কাজের জন্য সমালোচনায় রয়েছেন তিনি।
রোববার (৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবেুকে নিজের একটি ছবি শেয়ার করে পোস্ট দিয়েছেন সাবা। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন—
‘কেউ থামায়নি, ইতিহাসের পথে চলা,
যুদ্ধজয়ের গল্পে আগামীর আশা জ্বলার্
জানি বাঁধা আসবে, তবু থামবো না কোনদিন,
দেশের জন্য আলো আনবোই আমরা, সেই দিন।’
পোস্টটি করার সঙ্গে সঙ্গে মন্তব্যের ঝড় উঠেছে সাবার কমেন্টসবক্সে। সেখানে অভিনেত্রী নিজেও এক কমেন্টে লেখেন, আরও সুন্দর সুন্দর(!) কমেন্ট পোস্ট করুন। অলরেডি ১০জনকে রিপোর্টসহ ব্লকলিস্টে পাঠিয়ে দিয়েছি। বরশি দিয়ে মাছ ধরার মতো কাজ করে এই কমেন্টসবক্স খোলা রাখাটা!
সাবার সব পোস্ট এখন আলোচনায় উঠে আসে। নেতিবাচক মন্তব্যই বেশি চোখে পড়ে। এর আগে নিজের ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এক স্ট্যাটাসের কমেন্টে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে সাবা বলেন, তার ফেসবুকের স্টেটমেন্ট কোনো পারমিশন ছাড়া পত্রিকায় বা অনলাইনে নিউজ না করতে।গণমাধ্যমের ওপর ক্ষোভ ও প্রকাশ করেছিলেন অভিনেত্রী।
ইউআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT