• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অন্ধকার থেকে ফিরে আসলে আফসোস নয়, আনন্দ হবে : সালসাবিল


বিনোদন প্রতিবেদক অক্টোবর ৯, ২০২৪, ১২:০৪ পিএম
অন্ধকার থেকে ফিরে আসলে আফসোস নয়, আনন্দ হবে : সালসাবিল

ঢাকা: ২০১৯ সালের ১৫ নভেম্বর মেহরুবা সালসাবিলকে বিয়ে করেন নোবেল। এরপর খ্যাতির অন্ধকারে নানান বিতর্কিত কাণ্ড ঘটান নোবেল। ফলে তিক্ততা সৃষ্টি হয় স্ত্রী সালসাবিলের সাথে। তখন নোবেলকে নিয়ে তৈরি অশান্তিতে অতিষ্ঠ হয়ে ওঠে তার স্ত্রীর জীবন। শেষমেষ নোবেলের পরিণতি দাঁড়ায় সংসার ভাঙনে।

বলা বাহুল্য, একসময়ের সকলের চোখের মণি নোবেল ‘মাদকাসক্ত’ তকমাও পেয়ে যান। তবে তার কিছু অনুরাগীদের প্রার্থনা ছিল তার সুস্থতা কামনায়। কাটিয়েছেন রিহ্যাবেও। সেখানে একটা লম্বা সময় কাটিয়ে ফের কামব্যাক করছে এই গায়ক। কাজও পাচ্ছেন টুকিটাকি। একইসঙ্গে সংবাদমাধ্যমে মুখ খুলে নিজের ভুলগুলো শুধরে নেওয়ার বার্তাও দিচ্ছেন।

নোবেলের ফিরে আসার খবরে সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন নোবেলের প্রাক্তন স্ত্রী মেহরুবা সালসাবিল। তিনি বলেন, ‘সত্যি বলতে নোবেল যদি ফিরেও আসে, দর্শকের ভালোবাসাটা আবার যেন পায়। এরকম না যে আমার সঙ্গে ফিরে আসবে।’

সালসাবিল বলেন, নোবেলকে ফিরে আসার জন্য ঠিক হওয়া, নেশা বন্ধ করা, তার ফ্যানদের কষ্ট না দেওয়ার কথা বলেও নাকি বোঝানো হত। তার কথায়, ‘তোমার (নোবেলের) পরিবারের জন্য, যারা তোমার ফ্যান, যে কজে করলে সবার জন্য কষ্টের কারণ হবে এ কাজগুলা থেকে ফিরে আসার জন্য তাকে বোঝানো হচ্ছিল। সেই জায়গা থেকে এত চেষ্টার পরে ও সবার এবং ওর ফ্যানদের চাওয়ার পর ও যদি ফিরে আসে, তাহলে আমার আফসোস নয়, আমার অনেক বেশি আনন্দ হবে।’

ইউআর

Wordbridge School
Link copied!