• ঢাকা
  • শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৬ পৌষ ১৪৩১

সেই সুনেরাহ এখন কী করছেন


বিনোদন প্রতিবেদক অক্টোবর ১৫, ২০২৪, ০২:২৩ পিএম
সেই সুনেরাহ এখন কী করছেন

ঢাকা : মডেল ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ‘ন ডরাই’ সিনেমা দিয়ে দর্শক মহলে বেশ প্রশংসা কুড়ান তিনি। এটি মুক্তি পায় ২০১৯ সালে। এ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুলে নেন নায়িকা। এর পর তাকে দেখা যায় ‘অন্তর্জাল’ সিনেমায়।

এ সিনেমার পর অভিনেত্রীর আর কোনো সিনেমার খবর আসেনি।

এদিকে ৫ই আগষ্ট সরকার পরিবর্তনের পর দেশের সিনেমার অবস্থাও খুব ভালো নেই। এরমধ্যে কোনো সিনেমার শুটিং হয়নি। বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান থেকেও সিনেমার ঘোষনা আসছে না। এমন অবস্থায় সুনেরাহ কী করছেন?

জানা যায়, এ গ্ল্যামারকন্যা সিনেমার বাইরে এখন ছোটপর্দায় কাজ করছেন। এর আগেও বিশেষ দিবসে তাকে নাটকে দেখা যেত। দুই বছর আগে ভালোবাসা দিবসে ‘শূন্য থেকে শুরু’ নাটকে তিনি অভিনয় করেন। তবে এখন নিয়মিতই নাটক করছেন সুনেরাহ।

গত মাসে রাগিব আহমেদ পিয়ালের পরিচালনায় ‘দাবাঘর’ নাটক দিয়ে নাটকের কাজ শুরু করেছেন তিনি। এতে তিনি ইরফান সাজ্জাদের বিপরীতে অভিনয় করেন। এরমধ্যে তিনি আরও দুটি নাটকের শুটিং শেষ করেছেন। নাটক দুটি হলো মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘তুমি আমি, আমি তুমি’ ও ‘ছুঁয়ে দেখা স্পন্দন’। এতে তিনি  আরশ খানের সঙ্গে জুটি বেঁধেছেন।

এমটিআই

Wordbridge School
Link copied!