ঢাকা : ভারতীয় দক্ষিণী চলচ্চত্রিরে নায়কিা রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’, ‘অ্যানিম্যাল’ খ্যাত এই দক্ষিণী অভিনেত্রীকে সাইবার সিকিউরিটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে বেছে নিল কেন্দ্রীয় সরকার।
দেশ থেকে সাইবার ক্রাইম দূর করার জন্য সরকারের হয়ে প্রচারে নামবেন নায়িকা। কিন্তু এর আগে ডিপফেক ভিডিওর কবলে পড়েছিলেন তিনি।
সাইবার ক্রাইমের পাল্লায় পড়ে, অভিনেত্রীর অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। এই ঘটনার তীব্র প্রতিবাদও করেছিলেন অভিনেত্রী।
পাশে পেয়েছিলেন অমিতাভ, রজনীকান্ত, করিনা কাপুরের মতো তারকাদের। ডিপফেক হল একটি এআই প্রযুক্তি। যার মাধ্যমে একজনের ভিডিওতে আরেকজন মুখ বা শরীরের যেকোনও অংশ খুব সহজেই পালটে ফেলা যায়। সেই ছবি বা ভিডিও দেখে আপাতভাবে বোঝাই যায় না এই ছবি বা ভিডিও আসল নয়, নকল। এমনকী, বদলে ফেলা যায় কণ্ঠস্বরও।
এদিকে বিনোদন জগতে বহু দিন ধরে জল্পনা, সর্ম্পকে রয়ছেনে রাশমিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা। কিন্তু এই নিয়ে বরাবরই মুখে কুলুপ এঁটে রাখেন দু’জনই। তবে মুখ বন্ধ রাখলওে বিজয়ের নাম শুনলইে রাশমিকার চোখ-মুখরে অভব্যিক্তইি যেন বলে দেয় সব। নেটাগিরিকদের এ সব নজর এড়ায় না।
সম্প্রতি এক ইভন্টে গেিয় পরোক্ষ ভাবে রাশমিকা প্রায় স্পষ্টই করে দিলেন যে, তার মনরে মানুষ বিজয়ই।
এমটিআই