Menu
ঢাকা : জিমে গিয়ে অতিরিক্ত কসরত করাই কাল হলো ভারতীয় অভিনেত্রী রাকুল প্রীত সিংয়ের জন্য! জানা গেছে এদিন অভিনেত্রী কোনও রকম বেল্ট না পরেই ডেডলিফট করতে গিয়েছিলেন। তাও আবার ৮০ কেজি ওজনের। আর তাতেই গুরুতর আঘাত পান অভিনেত্রী। পিঠে গুরুতর আঘাত পেয়েছেন তিনি।
আপাতত তাকে এক সপ্তাহের বেশি সময় বেড রেস্টে থাকার নির্দেশ দিয়েছেন ডাক্তার। ব্যাপারটা বেশ ভয়ের বলে জানানো হয়েছে অভিনেত্রীর ঘনিষ্ট সূত্রের তরফে।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ৫ অক্টোবর রাকুল যখন ওয়ার্ক আউট করছিলেন তখনই আঘাত পান। আঘাত পাওয়ার পরও অভিনেত্রী কাজ থামাননি বলে জানিয়েছে ঘনিষ্ট সূত্র।
টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে জানানো হয়েছে, রাকুল এ ঘটনার পরও ‘দে দে পেয়ার দে’ ছবির শ্যুটিং করেছেন। তাও টানা ২ দিন ধরে। এরপর তিন দিনের মাথায় ফিজিওথেরাপিস্টের কাছে যান ব্যথা সহ্য করতে না পেরে। ৩-৪ ঘণ্টা অন্তর অন্তর তার ব্যথা বাড়ছে বলেও জানান অভিনেত্রী।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT