• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে তারকাদের পোস্ট


বিনোদন প্রতিবেদক অক্টোবর ১৭, ২০২৪, ০২:৪৮ পিএম
জাতীয় দিবস বাতিল প্রসঙ্গে তারকাদের পোস্ট

ঢাকা: ঐতিহাসিক ৭ মার্চ, ১৫ আগস্ট জাতীয় শোক দিবসসহ আট জাতীয় দিবস বাতিলের বিষয়ে দেশের জনপ্রিয় তারকারা ফেসবুকে পোস্ট দিয়ে তাদের অভিমত জানিয়েছেন। 

খ্যাতিমান অভিনেতা সোহেল রানা ফেসবুকে লিখেছেন, ‘ভাই নাহিদ, যখন আপনাদের জন্মই হয়নি, সেই সময়ের দেশ এবং নেতাদের নিয়ে কথা বলা আপনার জন্য বেমানান। আপনাকে অজ্ঞ বলতে বাধ্য করবেন না।’

অভিনেত্রী মেহের আফরোজ শাওন ফেসবুকে লিখেছেন, ‘ঐতিহাসিক ৭ মার্চ জাতীয় দিবস হিসেবে বাতিল করা হলো আজ! আমি মেহের আফরোজ শাওন, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করলাম। কিছুদিন পর দেখা যাবে ২৬ মার্চ স্বাধীনতা দিবস বাদ। নতুন স্বাধীনতা দিবস হিসেবে ৩৬ জুলাই পালিত হবে হয়তো!’ 

তিনি আরও লিখেছেন, ‘৭ মার্চের পক্ষে বলার জন্য যদি আমাকে ‘‘দালাল’’ উপাধি পেতে হয়, তবে আমি দালাল। আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধের দালাল, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দালাল।’

ব্যান্ড তারকা মাকসুদুল হক ফেসবুকে লিখেছেন, ‘নয়া বাংলাদেশে’ একুশে ফেব্রুয়ারি আর পহেলা বৈশাখ থাকবে নাকি ওগুলোও ‘বাতিল’?

ইউআর

Wordbridge School
Link copied!