ঢাকা: অভিনয়ের পাশাপাশি ভালো গানও করেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাহসানের সঙ্গে দ্বৈত গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছিলেন এই অভিনেত্রী। এবার ইংলিশ গান ‘জেলাসি’ গেয়েও মুগ্ধ করলেন নেটিজেনদের।
গত ১৮ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গায়ক ল্যাব্রিন্থ-এর ‘জেলাসি’ গানটি গেয়ে একটি ভিডিও শেয়ার করেছেন ফারিণ। যেখানে দেখা যায়, খোলা চুলে নিভো নিভো আলোর মাঝে একরাশ বিষণ্নতা নিয়ে গান গাইছেন তিনি।
এদিকে ফারিণের ওই ভিডিওর নিচে মন্তব্যের ঝড় উঠেছে নেটিজেনদের। তার গলায় গানটি শুনে অভিনেত্রীকে প্রশংসার সাগরে ভাসাচ্ছেন ভক্তরা। একজন লিখেছেন, দারুণ কণ্ঠ। দারুণ গেয়েছেন। আরেকজন লেখেন, মন ভরে গেল শুনে। দারুণ গেয়েছেন। ফারিণের এক ভক্ত লিখেছেন, মিষ্টি কণ্ঠ আপনার।
প্রথমবারের মতো হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে তাহসানের সঙ্গে গান গেয়েছিলেন ফারিণ। পেশাদার সংগীতশিল্পী না হয়েও খুব চমৎকারভাবেই গানটি গেয়েছিলেন অভিনেত্রী।
যদিও পরবর্তীতে লন্ডনের একটি মঞ্চে খালি গলায় সেই গানটি গেয়ে বেশ কটাক্ষের মুখেও পড়েন ফারিণ। তবে ইংলিশ গান গেয়ে আবারও ভক্তদের মন জয় করলেন তিনি।
ইউআর