• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সালমানকে হুমকি দিয়ে ৫ কোটি দাবি, পুলিশ গিয়ে দেখল সবজি বিক্রেতা


বিনোদন ডেস্ক অক্টোবর ২৪, ২০২৪, ০১:৩০ পিএম
সালমানকে হুমকি দিয়ে ৫ কোটি দাবি, পুলিশ গিয়ে দেখল সবজি বিক্রেতা

ঢাকা: বাবা সিদ্দিকীর মৃত্যুর পরই বিষ্ণোই গ্যাং এর হিটলিস্টে হয়েছেন বলিউডের বাদশাহ সালমান খান। বাবা সিদ্দিকির খুনের পর ভাইজানের নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। তবে সম্প্রতি প্রাণনাশের হুমকি বার্তা আসে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপে। এবার এই বার্তা পাঠানোর অভিযোগে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে আটক করেছে মুম্বাই পুলিশ। ওরলি পুলিশের একটি দল তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে। 

অভিযুক্তের নাম হুসেন শেখ মৌসিন (২৪)। জামশেদপুরের একজন সবজি বিক্রেতা। পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা হিন্দুস্তান টাইমসকে বিষয়টি নিশ্চিত করেছে। পরবর্তী তদন্তের জন্য তাকে মুম্বাই নিয়ে আসা হবে বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ হেল্পলাইনে অভিনেতার কাছ থেকে ৫ কোটি টাকা দাবি করে একটি হুমকি বার্তা আসে। যেখানে লেখা ছিল, ‘যদি সালমান খান বেঁচে থাকতে চান এবং লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে ঝামেলা মিটিয়ে ফেলতে চান তাহলে তাকে ৫ কোটি টাকা দিতে হবে। আর যদি সালমান তা না দেন তাহলে তার অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে। এই বার্তাটিকে যেন হালকাভাবে না নেওয়া হয়।’

এই ঘটনার পরপরই পুলিশ মামলা দায়ের করে তদন্তে নামে। তদন্ত শুরু হওয়ার পর ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে আরও একটি মেসেজ আসে, যেখানে দাবি করা হয় আগের মেসেজটি ভুল করে পাঠানো হয়েছে। 

পুলিশ ঝাড়খণ্ডে থাকা নম্বরটি ট্র্যাক করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার অভিযানে মাঠে নেমে পড়ে। এ ঘটনার পরপরই জামশেদপুর থেকে  সবজি বিক্রেতা শেখ মৌসিনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে লাগাতার খুনের হুমকির জন্য সালমান খানের নিরাপত্তা আরও জোরদার হয়েছে। ২ কোটি টাকার আগ্নেয়াস্ত্র নিরোধক গাড়িতে যাতায়াত করছেন অভিনেতা। এমনকী রিয়্যালিটি শো 'বিগ বস'-এর সেটেও সেরাসহ ৬০ জন নিরাপত্তারক্ষীর সুরক্ষাকবচ থাকছে প্রতিদিন। 

ইউআর

Wordbridge School
Link copied!