• ঢাকা
  • মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৪ চৈত্র ১৪৩০

গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী


বিনোদন প্রতিবেদক অক্টোবর ২৭, ২০২৪, ০২:০৯ পিএম
গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী

ঢাকা: ঢালিউডে একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন রায়হান রাফী। এবার নির্মাতা ঘোষণা দিলেন, ছাত্র-জনতার অভ্যুত্থান নিয়ে ফিল্ম বানাবেন তিনি।

গত ২৬ অক্টোবর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. মুহাম্মদ শহীদুল্লাহ একাডেমিক ভবনে ‘বাংলাদেশের চলচ্চিত্রের সাম্প্রতিক গতি-প্রকৃতি এবং ভবিষ্যৎ’ নিয়ে আলোচনা বিষয়ক অনুষ্ঠানে চব্বিশের গণ–অভ্যুত্থান নিয়ে সিনেমা নির্মাণের এ ঘোষণা দেন রাফী।

এ প্রসঙ্গে নির্মাতা বলেন, চব্বিশের গণ–অভ্যুত্থানে এত এত গল্প। এই জুলাই নিয়ে অনেকগুলো সিনেমা বানাতে হবে। আমি আমার জায়গা থেকে খুব চেষ্টা করব। খুব তাড়াতাড়িই হয়তো নির্মাণ করব। সেটা মুগ্ধকে নিয়ে হোক বা পুরো ঘটনা নিয়ে হোক কিংবা শেখ হাসিনা পালিয়ে যাওয়া নিয়ে হোক। আমার তো সত্য ঘটনা বলতে ভালোই লাগে। এত এত টুইস্ট, গল্প এখানে, কেন বানাবো না।

রাফী আরও বলেন, সিনেমা এমনই শিল্প, যার মাধ্যমে প্রতিবাদ করা যায়, সমাজব্যবস্থাকে তুলে আনা যায়। এই যে আন্দোলন হলো, একটা সময় কিন্তু মানুষ ভুলে যাবে। কিন্তু এগুলো সিনেমাতে থাকলে মানুষের মনে থাকবে।

Wordbridge School
Link copied!