• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘সম্মান দিয়ে কথা বলতে হবে’ ঐশ্বরিয়াকে জয়া বচ্চন


বিনোদন ডেস্ক নভেম্বর ১, ২০২৪, ০৯:১৬ পিএম
‘সম্মান দিয়ে কথা বলতে হবে’ ঐশ্বরিয়াকে জয়া বচ্চন

ঢাকা : বর্তমানে বার বার চর্চায় উঠে আসছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও অভিষেক বচ্চন। জল্পনা চলছে তাদের দাম্পত্যে নাকি দূরত্ব বেড়েছে। তবে এ নিয়ে এখনো কিছু বলেনি তারকা দম্পতি। সংসারে বনিবনার অভাবেই কি দাম্পত্যে ফাটল? এমন প্রশ্নও উঠেছে। শোনা যাচ্ছে শাশুড়ি জয়া বচ্চনের সঙ্গে নাকি মোটেই সুসম্পর্ক নেই ঐশ্বরিয়ার। জয়ার কড়া শাসন নাকি মেনে নেননি প্রাক্তন বিশ্বসুন্দরী।

পুরনো এক সাক্ষাৎকারে পুত্রবধূর সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়ে কথা বলেছিলেন জয়া। ঐশ্বরিয়ার সঙ্গে কী ধরনের বাক্যালাপ হয়, তা নিয়ে নিজের মতামত প্রকাশ করেছিলেন। জানিয়েছিলেন তার সঙ্গে কথা বলতে ঐশ্বরিয়াকে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম। ‘উল্টোপাল্টা’ আলোচনা তার সঙ্গে করাই যায়। কিন্তু সম্মানের সঙ্গে কথা বলতে হবে, শর্ত জয়ার।

কোনো বিষয় অপছন্দ হলে ঐশ্বরিয়াকে মুখের ওপরই বলতে পছন্দ করেন জয়া। ঐশ্বরিয়াকে নাকি একই কাজ করেন। মতান্তর হলে তা সরাসরিই বলেন। কিন্তু দুজনের কথাবার্তার ধরনে রয়েছে বিশেষ ফারাক।

জয়া বলেছিলেন, একটা পার্থক্য আছে। আমার কথাবার্তায় একটু নাটকীয়তা থাকতে পারে। কিন্তু ঐশ্বরিয়া যেন সম্মানের সঙ্গে কথা বলে। আমি বয়সে বড়। এটুকুই আমার শর্ত। তা ছাড়া আমরা একসঙ্গে বসে নানা উল্টাপাল্টা কথা বলি। শুধু আমি আর ঐশ্বরিয়া একসঙ্গে সময় কাটাই। যদিও ওর বেশি সময় থাকে না। তবে আমার সঙ্গে ওর খুবই ভালো সম্পর্ক।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে গোটা পরিবার নিয়ে গিয়েছিলেন অভিষেক। কিন্তু ছিলেন না ঐশ্বরিয়া ও আরাধ্যা। তারা আলাদা ভাবে উপস্থিত হন। এ ঘটনার পরেই শুরু হয় বিবাহবিচ্ছেদের জল্পনা।

এমটিআই

Wordbridge School
Link copied!