ঢাকা : চট্টগ্রামে শো-রুম উদ্বোধন করতে যাওয়া জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিরাপদে বাসায় ফিরেছেন।
রোববার (৩ নভেম্বর) ফেসবুকে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
অভিনেত্রী লেখেন, ‘আমার সকল বন্ধু-বান্ধব, পরিবার এবং ভক্তদের ধন্যবাদ জানাচ্ছি আমার খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে ঢাকায় পৌঁছে গেছি এবং নিজের বাসায় আছি, চিন্তার কিছু নেই।
তিনি আরও উল্লেখ করেন, আজ আমি চট্টগ্রামে একটি শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলাম, কিন্তু বিমানবন্দর থেকে শোরুমে যাওয়ার পথে শুনলাম যে নিরাপত্তা সংক্রান্ত কিছু সমস্যা হয়েছে। তাই আয়োজক এবং আমি সিদ্ধান্ত নিয়েছি যে নিরাপত্তার অভাবে আমরা শোরুমে যাব না। আমরা তখনই গাড়ি ঘুরিয়ে বিমানবন্দরের দিকে ফিরে যাই এবং ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেই। সবাইকে আবারও ধন্যবাদ আমার খোঁজ নেওয়ার জন্য।
এ বিষয়ে জানতে চাইলে মেহজাবীন বলেন, শো-রুমে পৌঁছানোর অনেক আগেই বিষয়টি সম্পর্কে জানতে পারি। পরে সঙ্গে সঙ্গে কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিই। আমি নিরাপদে বাসায় ফিরেছি।
গত ২৮ অক্টোবর নিজের ফেসবুক পেজে চট্টগ্রাম গিয়ে শোরুম উদ্বোধনের কথা বলে ভিডিও পোস্ট করেছিলেন মেহজাবীন। রিয়াজউদ্দিন বাজারে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল তার। সেজন্য আগেভাগেই চট্টগ্রামে আসেন তিনি।
মেহজাবীন আসার খবরে প্রতিরোধের হুঁশিয়ারি দেয় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তওহীদি জনতা’। বাজারের অনেক ব্যবসায়ী ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তওহীদি জনতা’র একটি ব্যানার সামাজিক মাধ্যমে শেয়ার করে। যেখানে লেখা ছিল, চিত্রনায়িকা মেহজাবিন চৌধুরীকে দিয়ে শোরুম উদ্বোধনের সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শোরুম কর্তৃপক্ষ যদি এই সিদ্ধান্ত থেকে সরে না আসে, ব্যবসায়ী ও তাওহীদি জনতা এর বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলবে।
রিয়াজউদ্দিন বাজারের বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস এম ইয়াকুব সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে তিনি তেমন কিছুই জানেন না।
এমটিআই