Menu
ঢাকা : দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন চিত্রনায়িকা মৌসুমী। গত বছরের অক্টোবরে গিয়েছেন। আবেদন করেছেন গ্রিনকার্ডের জন্য। এখনো সেটা পাননি বলেই দেশে আসতে পারছেন না। মার্কিন সাম্রাজ্যে গত বছর জন্মদিন পালন করেছেন এ অভিনেত্রী।
দেখতে দেখতে বছর ঘুরে আবারও এলো সেই বিশেষ দিন। আজ তার জন্মদিন। স্বভাবত, এবারও কাটাচ্ছেন আমেরিকায়। দিনটি উপলক্ষ্যে বিশেষ কোনো আয়োজন নেই বলে জানিয়েছেন মৌসুমী।
তিনি বলেন, ‘জন্মদিন নিয়ে এবার বিশেষ কোনো পরিকল্পনা নেই। আমার একমাত্র কন্যা ফাইজার খুব ইচ্ছা আমি যেন ঘরেই থাকি, শুধু তাকেই সময় দেই। তো, তাকেই সময় দেব। যদি সময় সুযোগ হয় হয়তো আশপাশেই ফাইজাকে নিয়ে একটু ঘুরতে বের হব।
বাসায় আমি নিজের হাতেই রান্না করব, একটা কেকও বানাব। তবে মিস করব সানী (স্বামী অভিনেতা ওমর সানী) আর ফারদিনকে (ছেলে)। তারা সঙ্গে থাকলে হয়তো সময়টা আরও অনেক বেশি ভালোলাগার, আনন্দের হয়ে উঠত।
ভক্ত-দর্শকসহ দেশবাসীর কাছে আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া চাই।’
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT