• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

নতুন চরিত্রে সাবিলা নূরের চমক


বিনোদন প্রতিবেদক নভেম্বর ৩, ২০২৪, ০১:৪৯ পিএম
নতুন চরিত্রে সাবিলা নূরের চমক

ঢাকা : অভিনয়ের প্রয়োজনে প্রায় বিভিন্ন ব্যতিক্রম  চরিত্রে ধরা দেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। দর্শকের সামনে কখনো হাজির হয়েছেন কালো সংগ্রামী কালো নারীর চরিত্রে। আবার কখনো রহস্যে ভরপুর থ্রিলারে পুলিশ  কিংবা শহরের চিরায়িত টমবয় রূপে।  আরও একবার  নতুন বেশে ভক্তদের চমকে দিলেন সাবিলা।

‘দূষিত এ শহরে’ শিরোনামের নাটকের শুটিংয়ে এ অভিনেত্রীকে দেখা যাবে ঢাকা শহরের একজন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে।

গত ২৮ অক্টোবর সোশ্যাল মিডিয়ায় ‘দূষিত এ শহরে’ নামের একটি নাটকে দুটি স্থিরচিত্র প্রকাশ্যে এসেছে। ছবিতে দেখা গেছে, ময়লা জামা-কাপড়ে ফুটপাতে থালা নিয়ে বসে আছেন। মাথাভর্তি কাঁচা-পাকা এলোমেলো চুল। তার চোখে-মুখে বিষণ্ণতা। দেখে বোঝার উপায় নেই এই সেই  সাবিলা নূর। নিজেকে আমূল বদলে  ডুবে গেছেন চরিত্রে।

অন্য একটি ছবিতে ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছেন সাবিলা নূর। নারীর দৃষ্টিকোণ থেকে শহরের পরিচ্ছন্নতাকর্মীদের সংগ্রাম তুলে ধরা হয়েছে গল্পে।

‘দূষিত এ শহরে’ নাটকটি লিখেছেন আহমেদ তাওকীর, পরিচালনা করেছেন অনন্য ইমন। নাটকটিতে সাবিলার বিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ।

এতে আরও অভিনয় করেছেন, সিয়াম নাসির, শরিফ সিরাজ ও টুনটুনি। শিগগিরই নাটকটি একটি বেসরকারি টিভিতে প্রচার হবে।

এমটিআই

Wordbridge School
Link copied!