Menu
ঢাকা: গত ১ নভেম্বর সিনেমা হলে মুক্তি পেয়েছে বলিউড অভিনেত্রী বিদ্যা বালানের 'ভুলভুলাইয়া থ্রি'। তার বিপরীতে আছেন অভিনেতা কার্তিক আরিয়ান। নতুন এ সিনেমাটি ইতোমধ্যে একশ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে।
সম্প্রতি 'ভুলভুলাইয়া থ্রি' ছবিটি নিয়ে এক সাক্ষাৎকারে বিদ্যা বালান জানান, ক্যারিয়ারের শুরুর দিকে তাকে অত্যন্ত কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। একটি মালায়ালম সিনেমার নায়িকা হিসেবে শুটিং শুরু করেছিলেন তিনি। কিন্তু সেটি মাঝপথেই বন্ধ হয়ে যায়। আর তাই একসময় নিজেকে অপয়া ভাবতে শুরু করেন এ অভিনেত্রী। সে কথাই বললেন বিদ্যা বালান।
যদিও টালিউড ইন্ডাস্ট্রি সিনেমা জগতে যাত্রা শুরু করেছিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এখনো বি-টাউনে বলিষ্ঠ নায়িকাদের তালিকায় রয়েছে তার নাম। বিদ্যা বলেন, সিনেমা বন্ধ হওয়ার পর থেকেই তাকে ‘অপয়া’ বলতে শুরু করেন লোকজন। দাবি করা হয়— বিদ্যাকে নেওয়া হয়েছে বলেই সিনেমা বন্ধ হয়ে গেছে। এক নয়, একাধিকবার তার সঙ্গে এমনটি হয়েছে বলে জানান এ অভিনেত্রী। চারপাশের মানুষের মুখে ‘অপয়া’ শব্দটি শুনতে শুনতে বিদ্যা নিজেও নিজেকে অপয়া ভাবতে শুরু করেছিলেন বলে জানান তিনি।
উল্লেখ্য, বিদ্যার প্রথম সিনেমা ‘ভালো থেকো’ মুক্তি পেয়েছিল ২০০৩ সালে। ২০০৫ সালে মুক্তি পায় ‘পরিণীতা’। এ ছবি থেকেই বিদ্যার সাফল্যের সফর শুরু হয়েছে। ২০০৭ সালে ‘ভুলভুলাইয়া’ ছবিতে অবনি ওরফে মঞ্জুলিকার চরিত্রে অভিনয় করেন বিদ্যা। এরপর ২০২৪ সালে একই চরিত্রে দেখা গেল তাকে। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে অনীশ বাজমি পরিচালিত 'ভুলভুলাইয়া থ্রি'। মাত্র তিন দিনেই একশ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি।
ইউআর
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT