• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বচ্চন পরিবারে শান্তি ফেরাতে ‘আমি সিঙ্গেল’ বললেন নিমরত! 


বিনোদন ডেস্ক: নভেম্বর ৭, ২০২৪, ১১:০৭ এএম
বচ্চন পরিবারে শান্তি ফেরাতে ‘আমি সিঙ্গেল’ বললেন নিমরত! 

ঢাকা: বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের দাম্পত্য কলহের যেন কোনো সুরাহা হচ্ছে না। নেটিজেনদের মাঝে বেশ কিছু দিন ধরেই চলছে তাদের বিবাহবিচ্ছেদের সমালোচনা। দুজন দুদিকে হাঁটছেন। থাকছেন আলাদা। যদিও তাদের তরফ থেকে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বলিপাড়ার গুঞ্জন আর দীর্ঘ দাম্পত্য ভাঙতের গুঞ্জনে বিরক্ত বচ্চন পরিবার। 

যেহেতু বলিউডের শাহেনশাহ অমিতাভপুত্র অভিনেতা অভিষেক বচ্চন, তাই আলোচনার বহর একটু হলেও বেশি। যদিও বিচ্ছেদ প্রসঙ্গে মুখ খোলেননি দুজনের কেউই। তবে ভাঙনের কারণ হিসেবে নাকি দায়ী করা হচ্ছিল অভিষেকের ‘দসভি’ ছবির সহ-অভিনেত্রী নিমরত কৌরকে। যদিও সরাসরি অভিষেকের সঙ্গে প্রেম নিয়ে কথা না বললেও, নিজের প্রেমজীবনের অবস্থান স্পষ্ট করে দিলেন অভিনেত্রী নিমরত কৌর।

সামাজিকমাধ্যম জুড়ে এখন বচ্চন পরিবারকে নিয়ে ফিসফাস চলছে। অভিনেত্রী নিমরতকে নিয়ে নানা ধরনের মিম ছড়িয়েছে। ক্রমাগত ঐশ্বরিয়ার সঙ্গে তার তুলনা টানা হচ্ছে। কয়েক মাস ধরেই চলছে এ জল্পনা। অবশেষে এ প্রসঙ্গে যে কথা জানালেন নিমরত কৌর।

সামাজিকমাধ্যমে ক্রমাগত নেতিবাচক মন্তব্য চলছে অভিনেত্রীকে নিয়ে। এর মাঝেই ‘সিটাডেল হানি বানি’ স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির হয়েছিলেন নিমরত কৌর। সরাসরি অভিষেকের সঙ্গে প্রেম নিয়ে কথা না বললেও, নিজের প্রেম স্পষ্ট করেছেন এ অভিনেত্রী। এক সাক্ষাৎকারে নিমরত কৌর বলেন, তিনি এখন সম্পূর্ণ ‘সিঙ্গল’। কোনো সম্পর্কে নেই। পাশাপাশি সিঙ্গল মেয়েদের একা ঘুরতে যাওয়ার বিষয়ে বেশ কিছু তথ্য দেন অভিনেত্রী।

এদিকে বচ্চন পরিবার ছেলের সঙ্গে নিমরতের নাম জড়ানোয় বেশ বিরক্ত। কেন নিমরত কিছু বলছেন না, সে নিয়েও অসন্তোষ তাদের মধ্যে। এ জন্যই কি শেষ পর্যন্ত নিজেকে সিঙ্গল ঘোষণা করলেন নিমরত কৌর,এ প্রশ্ন রেখেছেন নেটিজেনরা। 

আইএ

Wordbridge School
Link copied!