• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

হাতে থুতু, আমিরকে হকিস্টিক নিয়ে তাড়া মাধুরীর 


বিনোদন ডেস্ক: নভেম্বর ৭, ২০২৪, ০১:২৫ পিএম
হাতে থুতু, আমিরকে হকিস্টিক নিয়ে তাড়া মাধুরীর 

ঢাকা: বলিউডের ‘দিল’ ছবিতে প্রথম জুটি বাঁধেন আমির খান ও মাধুরী দিক্ষিত। ছবিটি বক্স অফিসে ব্লকবাস্টার হয়। সে সময় তাদের বন্ধুত্ব ছিল অন্যরকম। কিন্তু তাদের নিয়ে রয়েছে একটি অদ্ভুত কাণ্ড। আমির নাকি মজা করে মাধুরীর হাতে থুতু ফেলেন! শ্যুটিংয়ের ফাঁকেই মজা করে এ কাজ করেছিলেন বলে জানিয়েছেন আমির নিজেই।

কিন্তু আমিরের এমন কাণ্ডে ঠিক কী প্রতিক্রিয়া ছিল অভিনেত্রী মাধুরীর? এক পডকাস্টে উপস্থিত হয়ে আমির এই ঘটনার নেপথ্য কারণ ব্যাখ্যা করেন। পরিচালক ইন্দ্র কুমারের দিল ছবিতেই ঘটে এ কাণ্ড। আমির জানান, শ্যুটিংয়ের সময় মজা করে তিনি মাধুরীর হস্তরেখা বিচার করছিলেন। এক পর্যায়ে মাধুরীর হাতে থুতু দিয়ে বসেন আমির। এরপরেই নায়ককে হকিস্টিক দিয়ে তাড়া করেছিলেন মাধুরী।

 

২০১৬ সালে এই ঘটনার সত্যতা স্বীকার করে নেন মাধুরী। এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, ইন্ডাস্ট্রিতে তিনি সবচেয়ে সাহসী কোন কাজটি করেছেন। এই প্রসঙ্গে মাধুরীর উত্তর, ‘দিল’ ছবির সেটে হকিস্টিক নিয়ে আমির খানকে তাড়া করেছিলাম! কারণ, ও আমাকে বোকা বানিয়েছিল।’

‘দিল’ ছাড়া আমির ও মাধুরী ‘দিওয়ানা মুঝসা নহি’ ছবিতে জুটি বাঁধেন। কিন্তু, ছবিটি বক্স অফিসে কোনও সাড়া ফেলতে পারেনি। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া থ্রি’ ছবিতে দর্শক মাধুরীকে দেখেছেন। অন্যদিকে, আগামী ডিসেম্বর মাসে মুক্তি পাবে আমির প্রযোজিত ছবি ‘সিতারে জামিন পার’। এই ছবিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন আমির খান।

আইএ

Wordbridge School
Link copied!