• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১

আরশের দুই হাতের ঘড়ি দেওয়া সেই প্রেমিকা তানিয়া বৃষ্টি


বিনোদন প্রতিবেদক নভেম্বর ৭, ২০২৪, ০২:১০ পিএম
আরশের দুই হাতের ঘড়ি দেওয়া সেই প্রেমিকা তানিয়া বৃষ্টি

ঢাকা : আমার প্রিয়া ছিল প্রতারক,তার দেওয়া সকল ওয়াদা,মরে গেছে, রয়ে গেছে তার দেওয়া দুটি ঘড়ি, দুটি হাত, দুটি ঘড়ি তাই দুই হাতেই পরি। এক সাক্ষাৎকারে দুই হাতে ঘড়ি পরার কারণ জানিয়েছিলেন অভিনেতা আরশ খান।

এদিকে বিনোদন জগতে দীর্ঘদিন ধরেই খবর চাউর ছিল অভিনেত্রী তানিয়া বৃষ্টির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন আরশ খান। তবে প্রেমের বিষয়টি কখনো সরাসরি বলেননি তারা। এদিকে প্রেম ভাঙার পর একে অপরকে ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন আরশ-তানিয়া।

আরশকে ঘড়ি দুটি কে দিয়েছিলেন এ নিয়ে জল্পনা-কল্পনা কম ছিল না। অবশেষে তানিয়া বৃষ্টি স্বীকার করলেন তিনিই ঘড়ি দুটি দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমি আরশকে অনেকগুলো ঘড়ি দিয়েছি। যার মধ্যে থেকে দুটি ঘড়ি ও সবসময় হাতে দেয়। আপনারা ওর নাটকেও দেখবেন ঘড়ি দুটি হাতে থাকে। আমরা আসলে খুব ভালো বন্ধু। ভালো সম্পর্কের মধ্যেও খুঁটিনাটি ঝামেলা হয়। সেটাই হয়েছে। এর চেয়ে বেশি কিছু না।’

নাটকে জুটি বেঁধে অসংখ্য নাটকের অভিনয় করেছেন আরশ ও তানিয়া। সেখান থেকেই দুজনের প্রেমের গুঞ্জন চাউর হয়। বিভিন্ন সাক্ষাৎকারে আক্রমণ করে কথা বলেছেন আরশ-তানিয়া। তবে এখন এই কথার লড়াই বন্ধ হোক চান তানিয়া বৃষ্টি।

অভিনেত্রী বলেন, ‘আমি আর আরশ একসঙ্গে অনেক কাজ করতাম। ভালো একটি বন্ডিং ছিল দুজনের। ভালো সম্পর্কের মধ্যেও খুঁটিনাটি ঝামেলা হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটাই চলছে। আমরা একসঙ্গে অনেক কাজ করেছি। দর্শক আমাদের জুটি পছন্দ করেছে। সামনেও হয়তো অনেক কাজ হবে। তাই আমি মনে করি দুজনে কাজ করলে কাজ করি, আর না হয় তুই আমার ব্যাপারে কথাই বলিস না।’

এমটিআই

Wordbridge School
Link copied!