• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

শাহরুখকে হত্যার হুমকি: যে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ!


বিনোদন ডেস্ক নভেম্বর ৯, ২০২৪, ১২:৫৩ পিএম
শাহরুখকে হত্যার হুমকি: যে চাঞ্চল্যকর তথ্য পেল পুলিশ!

ঢাকা : বলিউড বাদশা শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ।

জানা গেছে, যে ফোনটি থেকে শাহরুখকে হুমকি দেওয়া হয়েছে সেই ফোনটি একজন আইনজীবীর। ওই ব্যক্তির নাম ফায়জান খান, রায়পুরের বাসিন্দা তিনি। এ ঘটনায় রীতিমতো সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

কিন্তু ওই ব্যক্তিকে পুলিশ জেরা করলে তিনি এই ঘটনার সঙ্গে তার যাবতীয় সম্পর্ক নাকচ করে দেন। ওই আইনজীবী জানিয়েছেন, এই ঘটনার বেশ কিছুদিন আগেই তার ফোনটি চুরি হয়ে গেছে। ফলে তার ফোন ব্যবহার করে কে কী ঘটনা ঘটিয়েছে সেই বিষয় সম্পর্কে তিনি অবগত নন।

এখানেই শেষ নয়, ওই আইনজীবী জানিয়েছেন, শাহরুখ খানের 'আঞ্জাম' ছবিতে হরিণ শিকার নিয়ে একটি আপত্তিকর সংলাপ ছিল। সেই সংলাপেরও প্রতিবাদ জানিয়েছিলেন তিনি। পিটিআই সূত্রে আরও খবর, ছত্তিশগড় থেকে ওই আইনজীবীকে ডেকে পাঠানো হয়েছে তার চুরি যাওয়া ফোনের বিষয়ে যাবতীয় তথ্য জানতে। শুধু খুনের হুমকি নয়, এর সঙ্গে সঙ্গে ৫০ লাখ টাকার দাবিও জানানো হয়েছিল ওই হুমকিতে। জানানো হয়েছিল, কয়েক কোটি টাকা দিলে তবেই নিস্তার পাবেন শাহরুখ খান।

প্রথমে অজ্ঞাত পরিচয় ব্যক্তির কাছ থেকে হুমকি এসেছে বলে জানা গেছে। এরপরে, সেই মর্মেই অভিযোগ দায়ের হয়েছে মুম্বাইয়ের বান্দ্রা থানায়। এই নিয়ে আরও এক বলিউড তারকা খুনের হুমকি পেলেন। কে বা কারা এর নেপথ্যে রয়েছে, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। কিন্তু বিগত কিছুদিন ধরে যেভাবে মায়ানগরীকে নিশানা করা হচ্ছে, তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। সূত্র: এবিপি আনন্দ

এমটিআই

Wordbridge School
Link copied!