• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘আল্লাহ তুমি দুনিয়াতেই বিচার করো, তার যেন কবর না হয়’


বিনোদন ডেস্ক নভেম্বর ১১, ২০২৪, ০১:০০ পিএম
‘আল্লাহ তুমি দুনিয়াতেই বিচার করো, তার যেন কবর না হয়’

ঢাকা : শিশু মুনতাহা আক্তার জেরিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেটের কানাইঘাটে নিখোঁজের সাত দিন পর বাড়ির পাশে তার লাশ উদ্ধার করে। মুনতাহা নিখোঁজের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি শেয়ার করে অনেকেই সন্ধান চান। শিশু মুনতাহার সন্ধান চান শোবিজ অঙ্গনের বড় বড় তারকারাও। তার মৃত্যুর খবরে সবাই হতভম্ব হয়ে পড়েন। অনেকেই তার ছবিটি শেয়ার করে নিজেদের অনুভূতির কথা লিখেছেন।

ছোটপর্দার অভিনেত্রী ও মডেল প্রসূন আজাদ মুনতাহার একটি ছবি শেয়ার করে তার ফেসবুকে লিখেছেন— ‘সকাল সকাল কাঁদলাম। আল্লাহ তুমি দুনিয়াতেই তার বিচার কর, যে এই ফেরেশতার জীবন নিয়ে গেছে তার যেন কবর না হয়।’

রোববার (১০ নভেম্বর) ভোরে মাটিতে পুঁতে ফেলা লাশ তুলে মুনতাহার চাচার বাড়ির পুকুরে ফেলার সময় হাতেনাতে গৃহশিক্ষিকার মাকে আটক করেন স্থানীয়রা। এ সময় গলায় রশি পেঁচানো অবস্থায় মুনতাহার লাশ দেখতে পান স্বজনরা।

এ ঘটনায় শিশু মুনতাহার গৃহশিক্ষিকা শামীমা বেগম মার্জিয়া, তার মা আলিফজান বিবি ও নানি কুতুবজান বিবিকে গ্রেফতার করেছে পুলিশ। এ ছাড়া আরও সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। এ নিয়ে ছয়জনকে আইনের আওতায় আনা হলো।

এমটিআই

Wordbridge School
Link copied!