• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

মজার ছলে উপদেষ্টা হতে চেয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ফারুকীর স্বপ্নপূরণ


বিনোদন প্রতিবেদক নভেম্বর ১১, ২০২৪, ০১:৫২ পিএম
মজার ছলে উপদেষ্টা হতে চেয়ে ফেসবুকে পোস্ট, অতঃপর ফারুকীর স্বপ্নপূরণ

ঢাকা: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আওয়ামী লীগ সরকার পতনের পর উপদেষ্টা হতে চেয়ে ফেসবুকে পোস্টও দিয়েছিলেন তিনি। অতঃপর পূরণ হয়েছে সেই স্বপ্ন। রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে তিনি শপথ নিয়েছেন।

তিনি ছাড়াও আরও তিনজন যুক্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে। তারা হলেন অধ্যাপক মো. সায়েদুর রহমান, ব্যবসায়ী সেখ বশির উদ্দিন, ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

উল্লেখ্য, সরকার পতনের পরেও আওয়ামী লীগ নানাভাবে তাকে নিয়ে প্রোপাগাণ্ডা ছড়ানো হচ্ছে উল্লেখ করে কিছুদিন আগে ফারুকী তার স্ট্যাটাসে লিখেছিলেন, “আমাকে উপদেষ্টা করা এখন সময়ের দাবি! আওয়ামী প্রোপাগান্ডু লীগ যেভাবে আমার ব্যাপারে তাদের ক্ষোভ জানাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফ্যাসিবাদের পতনে আমার বিশাল ভূমিকা আছে। সুতরাং ‌‘ফ্যাসিবাদের পুচ্ছে আগুন’ কোটায় আমাকে উপদেষ্টা করার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানাচ্ছি।”

সেই স্ট্যাটাসে আরও বেশ কিছু বিষয় উল্লেখ করেছিলেন আলোচিত এই নির্মাতা। তবে শেষ পর্যন্ত কাকতালীয়ভাবে তিনিই হলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা।
 

ইউআর

Wordbridge School
Link copied!