• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

আইস ব্লু গাউনে কিয়ারার নতুন ঝলক


বিনোদন ডেস্ক নভেম্বর ১২, ২০২৪, ১২:২৬ পিএম
আইস ব্লু গাউনে কিয়ারার নতুন ঝলক

ঢাকা: ভারতীয় অভিনেতা রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘গেম চেঞ্জার’র ১ মিনিট ২৮ সেকেন্ডের টিজার ও কিয়ারার নতুন লুকের পোস্টার প্রকাশ পেয়েছে। প্রকাশিত পোস্টারে কিয়ারা নতুন এক লুকে উপস্থিত হয়েছেন, এমন লুকে এর আগে কোনো সিনেমায় তাকে দেখেনি দর্শক।

প্রকাশিত পোস্টারে কিয়ারাকে আইস ব্লু গাউন পরতে দেখা যায়, যা চোখে পড়ার মতো সূক্ষ ডিজাইন দিয়ে তৈরি করা হয়েছে। ফুল স্লিভড এই ড্রেসটিতে ছিল প্যাডেড শোল্ডার। তবে গাউনটির আকর্ষণীয় স্থান ছিল, এর মাঝখানে থাকা বিশাল কাটআউট, যা অভিনেত্রীকে সুন্দরভাবে উপস্থাপন করেছে।

২০২৩ সালে বিগ বাজেটের সিনেমা গেম চেঞ্জারে চুক্তিবদ্ধ হন কিয়ারা। এটি পরিচালনা করছেন এস শংকর। এর আগে রাম ও কিয়ারা জুটি হয়ে ২০১৯ সালে ‘বিনয়ী বিদেয় রামা’ সিনেমায় অভিনয় করেন।

রাম চরণ ও কিয়ারা ছাড়াও গেম চেঞ্জারে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অঞ্জলি, এস জে সুরিয়া ও জয়ারাম। এটি নির্মাণে খরচ ধরা হয়েছে ১৭০ কোটি রুপি। ২০২৫ সালের ১০ জানুয়ারি সিনেমাটি মুক্তির কথা রয়েছে। 

ইউআর

Wordbridge School
Link copied!