• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

শাহরুখকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আটক ১


বিনোদন ডেস্ক নভেম্বর ১২, ২০২৪, ০১:৩৭ পিএম
শাহরুখকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আটক ১

ঢাকা: বলিউড নায়ক শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে একজনকে আটক করেছে মুম্বাই পুলিশ। সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ কর্মকর্তারা।

মঙ্গলবার (১২ নভেম্বর) ভারতের ছত্তিসগড় থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। সন্দেহভাজন সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশ করেনি পুলিশ।

গত সপ্তাহে, মুম্বাইয়ের বান্দ্রা পুলিশ স্টেশনে ফোন করে কেউ শাহরুখ খানকে হত্যার হুমকি দিয়েছিল। হুমকিদাতা ৫০ লাখ রুপি দাবি করে। এরপর পুলিশ একটি মামলা দায়ের করে এবং আরও তদন্তের জন্য রায়পুরে একটি দল পাঠায়।

সম্প্রতি বলিউড তারকা সালমান খানকেও একই ধরনের হুমকি দেওয়া হয়েছে। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের পক্ষ থেকে এ হুমকি দেওয়া হয়েছে বলে জানা গেছে। তার কাছ থেকে ৫ কোটি রুপি দাবি করা হয়েছিল। এ ঘটনার পর গত ২৪ অক্টোবর মুম্বাই পুলিশ জামশেদপুর থেকে একজনকে গ্রেপ্তার করেছিল।

দীর্ঘ সময় ধরে দুই অভিনেতা নিরাপত্তা বেষ্টনীতে রয়েছেন। সালমান খানকে বিশেষভাবে চার স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে।

এর আগে এপ্রিলে মুম্বাইয়ের বান্দ্রায় সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি করে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, এ ঘটনায় গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের ভূমিকা ছিল। বাবা সিদ্দিকির মৃত্যু এবং সালমান ও শাহরুখ খানের মতো তারকাদের হত্যার হুমকি ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

ইউআর

Wordbridge School
Link copied!