ঢাকা : দেশের ৭০টি প্রেক্ষাগৃহে আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের বছরের তৃতীয় সিনেমা ‘দরদ’।
পরিচালক অনন্য মামুন বলেন, ‘দেশে এখন পর্যন্ত 'দরদ' সিনেমার প্রায় ৭০টি হল বুকিং হয়েছে এবং বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চারশর বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে।’
ইদানিং সিনেমার মুক্তির আগে এর টিজার-ট্রেইলার সহ একের পর এক গান মুক্তি দেওয়া হয়ে থাকে। মামুন জানিয়েছেন তার টিমও তেমনই পরিকল্পনা রেখেছে।
সিনেমান প্রচার নিয়ে পরিচালক বলেন, ‘দেশের পরিস্থিতি এখন অন্য রকম, প্রতিদিনই নতুন নতুন ঘটনা ঘটছে। রাজনৈতিক অবস্থাও স্থিতিশীল না। আগের অবস্থার সাথে এখনকার সময় তুলনা করলে হবে না। তবুও আমরা বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি, কলকাতায় বড় করে প্রচারণা চলছে।’
ভারতীয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শ ফেইসবুকে এক পোস্টে শাকিব খানের এই সিনেমার পোস্টার শেয়ার করে প্রচার চালিয়েছেন। প্রেমের গল্পের আবরণে সাইকোথ্রিলার ঘরানার সিনেমা হল ‘দরদ’।
সিনেমার গল্পের আভাস দিয়ে পরিচালক মামুন বলেন, ‘বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হন। ওই হত্যাকাণ্ডের সন্দেহ পড়ে শহরের দুলু মিয়া নামের এক ব্যক্তির ওপরে। সেই দুলু মিয়া হয়েছেন শাকিব খান। সিনেমায় থ্রিলারের পাশাপাশি আছে টালমাটাল প্রেমও।’
পরিচালক অনন্য মামুনেন ভাষ্য, চারটি প্রযোজনা সংস্থার অর্থলগ্নিতে এটি তার প্রথম প্যান ইন্ডিয়া সিনেমা। ‘দরদ’ সিনেমায় শাকিবের নায়িকা ভারতীয় অভিনেত্রী সোনাল চৌহান। শুটিংয়ের কাজ শুরু হয়েছিল গত বছরের অক্টোবরে। ১৪৯ মিনিট দৈর্ঘের ‘দরদ’ সিনেমায় ৭টা গানের মধ্যে চারটি বাংলা এবং তিনটি হিন্দি গান রাখা হয়েছে।
এর আগে ‘দরদ’ সিনেমার টিজার এসেছিল গত এপ্রিলে। সেখানে শাকিবের দেখা মেলে দুই রূপে। দেড় মিনিটের ওই টিজারে শাকিব কখনো একজন নিরিবিলি স্বভাবের তরুণ। কখনো আবার খুনে রূপে হাজির হয়েছেন।
সিনেমার শুটিং হয়েছে ভারতের বারাণসী ও এলাহাবাদে। শাকিব ও সোনাল ছাড়াও এ সিনেমায় আরো অভিনয় করেছেন কলকাতার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, রাহুল দেব, অলোক জৈনসহ অনেকে। বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম, কন্নড় ভাষায়।
শাকিব খান এখন মুম্বাইয়ে ‘বরবাদ’ সিনেমার শুটিং করছেন। এখানে তার নায়িকা হয়েছেন ‘প্রিয়তমা’র অভিনেত্রী ইধিকা পাল।
এমটিআই