ঢাকা : বলিউডের আলোচিত জুটি দীপিকা-রণবীর। তাদের নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। সম্প্রতি আলাদা হলেন এ দম্পতি তবে বাস্তবে নয় সিনেমায়। দীপিকা ও রণবীরকে নিয়ে তৈরি সিনেমা ‘সিংহাম এগেইন’এ তাদের আলাদা দেখা যায়। ছবিতে দীপিকা-রণবীর আছেন ঠিকই, কিন্তু তাঁদের একসঙ্গে কোনো দৃশ্য নেই।
১ নভেম্বর দিওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছে রোহিত শেঠির সিনেমা ‘সিংহাম এগেইন’। দীপিকা ও রণবীর ছাড়া ছবিতে আছেন অজয় দেবগন, কারিনা কাপুর খান, অর্জুন কাপুর। মুক্তির পর থেকে এখন পর্যন্ত ২০৬ কোটি রুপি আয় করেছে ছবিটি।
সিনেমাটি নিয়ে ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-তে সাক্ষাৎকার দিয়েছেন রোহিত শেঠি। সেখানেই তিনি জানিয়েছেন ছবিতে দীপিকা-রণবীরের একসঙ্গে দৃশ্য না থাকার কারণ। রোহিত বলেন, রণবীর অভিনীত চরিত্রটির সঙ্গে দীপিকার চরিত্রের কোনো যোগাযোগ নেই।
হুট করে তাঁদের মধ্যে দেখা হলে ভুল–বোঝাবুঝি তৈরি হতো। তবে রোহিত জানান, তিনি দীপিকা ও রণবীরকে একটি দৃশ্যে রাখতে চেয়েছিলেন, তবে দুই তারকাই এতে আপত্তি জানান। রোহিত মনে করেন, এখানে গল্পের প্রয়োজনেই রণবীর ও দীপিকাকে ‘আলাদা’ রাখা হয়েছে।
বক্স অফিসে মোটামুটি সাফল্য পেলেও সমালোচকদের মন ভরাতে পারেনি ছবিটি। তবে দীপিকার অভিনয় প্রশংসিত হয়েছে। চলতি বছর অন্তঃসত্ত্বা অবস্থায় এ সিনেমার শুটিং করেন দীপিকা। ছবিটি মুক্তির আগে গত সেপ্টেম্বর মা হন অভিনেত্রী।
এমটিআই