ঢাকা : যেখানেই গিয়েছেন দুহাতে ভালোবাসা কুড়িয়েছেন। শুধু নিয়েছেন যে এমনও নয়, বিনিময়ে ভালোবাসা ছড়িয়ে দিতে কোনো কার্পণ্য করেননি। বলছি ঢাকাই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় তারকা শাকিব খানের কথা। যে কোনো ইস্যুতে তার নামটাই যথেষ্ট আলোচনার জন্য, সেটা হোক ইতিবাচক কিংবা নেতিবাচক। আর তাই তো অনেকেই জোর করেই সব কিছুতে তার নামটা ঠোঁটের আগায় তুলে রাখেন।
এই মুহূর্তে বেশ ব্যস্ত সময় যাচ্ছে এই তারকার। দুদিন বাদেই তার নতুন সিনেমা ‘দরদ’-এর মুক্তি, অন্যদিকে আরেক সিনেমা ‘বরবাদ’-এর শুটিং করতে এখন অবস্থান করছেন মুম্বাইতে। এর মধ্যে কলকাতার নামি প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ নতুন বছরের জন্য ১৮টি সিনেমা নির্মাণের উদ্যোগ নিয়েছে। গত সোমবার কলকাতার তাজ হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে তার ঘোষণা দেয়। যেখানে উপস্থিত ছিলেন ওপার বাংলার নামি শিল্পী ও পরিচালকরা। পশ্চিমবঙ্গের শিল্পীদের মধ্যে ছিলেন আবির, অঙ্কুশ, শাশ্বত, জিতু, অনির্বাণ, ঋত্বিক, ঋতুপর্ণা, শ্রাবন্তী, দর্শনা, পায়েলদের মতো প্রথম সারির তারকা। আরও ছিলেন সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জির মতো প্রথম সারির নির্মাতারা।
তবে এতসব তারকাদের ভিড়ে মধ্যমণি হয়ে সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাই মেগাস্টার শাকিব খান। এসকে মুভিজের সঙ্গে আন্তরিক সম্পর্কের কারণে মুম্বাইয়ের ‘বরবাদ’ ছবির শুটিং থেকে এক রাতের জন্য কলকাতা আসেন তিনি।
অনুষ্ঠানে উপস্থাপক মীর শাকিবকে বাংলাদেশিদের গর্ব মেগাস্টার সম্বোধন করে মঞ্চে ডেকে নেন। তখন শাকিব মঞ্চে গিয়ে তার মুক্তির অপেক্ষায় থাকা ‘দরদ’ ছবি নিয়ে বলেন, ‘আগামী ১৫ নভেম্বর বাংলাদেশ ইন্ডিয়াসহ বিশ্বের ২০টির বেশি দেশে দরদ মুক্তি পাচ্ছে। এটি অত্যন্ত চমৎকার একটি গল্পের সিনেমা। গান রিলিজ হতে দেরি হলেও আসার সঙ্গে সঙ্গে সবার ভালোবাসায় এক ঘণ্টায় ট্রেন্ডিংয়ে এসেছে। যা আমাকে অভিভূত করেছে।’
মঞ্চে দাঁড়িয়ে শাকিব যৌথ প্রযোজনা নিয়েও আলাপ করেন। তিনি বলেন, ‘যতবারই এখানে (কলকাতা) আসি, কখনো দুই বাংলাকে আলাদা মনে হয় না। আমার কাছে মনে হয়, এখানকার সবাই ওখানে গেলেও একই অনুভব করেন। দুই বাংলায় যৌথ প্রয়াসে সিনেমা নির্মাণ বরাবরই ইতিবাচক। এতে দুই ইন্ডাস্ট্রিই সমৃদ্ধ হয়।’
সেখানকার ১৮টি সিনেমার মধ্যে শাকিবের ছবি থাকছে কি না সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে সূত্র জানাচ্ছে, প্রাথমিক আলাপ হয়েছে। আগামীতে বড় আয়োজন করে ব্লকবাস্টার শিকারি, নবাবের পর ফের জানানো হবে এসকে মুভিজের সঙ্গে শাকিবের নতুন কাজের খবর।
অনুষ্ঠানের ফাঁকে শাকিবকে দেখা গেছে সৃজিত মুখার্জি, শিবুপ্রসাদ, জয়দীপ মুখার্জিদের সঙ্গে আলাদা করে আড্ডা দিতে। জানা গেছে, দুই বাংলা মিলিয়ে কীভাবে আরও সিনেমা করা যায় এবং কীভাবে বাংলাভাষীর সিনেমাকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়া যায় সেসব নিয়েই আলাপ করেছেন তারা। এরমধ্যে সেসব নির্মাতা শাকিবকে নিয়ে সিনেমা নির্মাণেরও আগ্রহ দেখিয়েছেন। ধারণা করা যাচ্ছে, সামনে তাদের কারও সঙ্গে শাকিবের সিনেমার ঘোষণা আসতে পারে।
এদিকে একইদিনে ‘দরদ’ সিনেমার গান ও ট্রেইলার মুক্তি পাওয়ার পর রীতিমতো ট্রেন্ডিংয়ে চলে এসেছে। নড়েচড়ে বসেছে চিত্রপাড়াও।
শাকিব খানের প্যান ইন্ডিয়ান এই ছবি নিয়ে ইতিমধ্যে দর্শক মহলে কৌতূহল তৈরি হয়েছে। আগামী শুক্রবার দেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। পরিচালক অনন্য মামুন জানালেন, দেশে এখন পর্যন্ত ‘দরদ’ সিনেমার প্রায় ৭০টি হল বুকিং হয়েছে এবং বাংলাদেশ-ভারতসহ বিশ্বের ২০টি দেশে চারশরও বেশি হলে সিনেমাটি মুক্তি দেওয়া হচ্ছে।
এমটিআই