• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

বিয়ে করছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী


বিনোদন প্রতিবেদক নভেম্বর ১৪, ২০২৪, ১২:৪৩ পিএম
বিয়ে করছেন অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী

ঢাকা: এ সময়কার জনপ্রিয় মডেল-অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। মিষ্টি হাসি ও সাবলীল অভিনয় দিয়ে উর্বী এখন পর্দার প্রিয় মুখ। ২০১৯ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে নাম লেখান তিনি। এখন নিয়মিত নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করছেন। এবার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

চলতি বছরে বিয়ে করছেন উর্বী। তবে এখনই পাত্রের নাম-পরিচয় জানাতে চাচ্ছে না। শুধু জানালেন, ছেলে দেশের একটি সংবাদপত্রের বিপণন বিভাগে কর্মরত আছেন। উর্বী জানান, বছরখানেকের পরিচয় থেকে বন্ধুত্ব, পরে বিয়ের প্রস্তাব। এ বছরই পারিবারিকভাবে বিয়ে সারবেন উর্বী। এরই মধ্যে বিয়ের কেনাকাটাও শুরু করেছেন।

বিয়ের প্রস্তাবের সেই গল্পটাও শোনালেন প্রিয়ন্তী উর্বী। চলতি বছরে জুলাইয়ে উর্বীর জন্মদিন ছিল। বিশেষ এই দিনে ছয় বন্ধুকে নিয়ে কক্সবাজারে গিয়েছিলেন তিনি। সঙ্গে সেই বন্ধুও ছিলেন। সমুদ্রের তীরে বসে ছিলেন। সিনেম্যাটিক স্টাইলে নায়িকাকে পায়েল পরিয়ে দিয়ে বিয়ের প্রস্তাব দেন। সেই বন্ধুর সেন্স অব হিউমারের অনুরাগী ছিলেন উর্বী।

এরপর আর ব্যাপারটা দু’জনের মধ্যে আটকে থাকেনি; পারিবারিকভাবে গড়িয়েছে। কয়েক দফায় দুই পরিবারের মধ্যে আলাপ হয়েছে। এখন শুধু বিয়ের দিনক্ষণ ঘোষণার বাকি। খোঁজ নিয়ে জানা যায়, প্রিয়ন্তী উর্বীর হবু স্বামীর নাম সালমান আহমেদ। তিনি দেশের প্রথমসারির একটি ইংরেজি গণমাধ্যমে বিপণন বিভাগে কর্মরত। সালমান-উর্বী উভয়ের ফেসবুকেই তাদের যুগল ছবি রয়েছে। সেসব ছবি দেখেই আচ করা যায় সালমান-উর্বীর সম্পর্ক।

এছাড়া উর্বীর কথানুযায়ী পাত্র মালয়েশিয়ায় থেকে সাড়ে তিন বছর পড়াশোনা করেছেন। ওদিকে সালমানের ফেসবুকে পাওয়া তথ্য অনুযায়ী তিনি মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয় পড়ালেখা করেছেন। দুইয়ে দুইয়ে চার মিলে যায়। ধারণা করা হচ্ছে যে সালমানই উর্বীর সেই পাত্র।

এদিকে উর্বীর বিয়ে সম্পর্কিত খবর নিজের ফেসবুকে শেয়ার করেছেন সালমান। ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই সালমানকে অভিনন্দন জানিয়েছেন। বোঝাই যাচ্ছে পাত্র আর কেউ নন সালমান আহমেদ।

ইউআর

Wordbridge School
Link copied!