ঢাকা: ঢালিউডে আরও নতুন একটি সিনেমার খবর পাওয়া গেল। জাহিদ জুয়েল পরিচালিত এই সিনেমায় থাকছেন আদর আজাদ ও শবনম বুবলী।
গত বৃহস্পতিবার সিনেমাটির পোস্টার তথা ফার্স্টলুক প্রকাশিত হয়। সেখানেই ছবির নাম ঘোষণা করা হয়। ইতোমধ্যে শুরু হয়েছে শ্যুটিং, যা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
সিনেমাটিতে আদর আজাদ, শবনম বুবলী ছাড়াও অভিনয় করছেন আলিরাজ, ফজলুর রহমান বাবু, জয়িতা মহলানবীশ, আজাদ আবুল কালাম, মোমেনা চৌধুরী, মাসুম বাশার, সমু চৌধুরী, শরীফ সিরাজ, এ কে আজাদ সেতু, নাজনীন শবনম, নাফিস আহমেদ বিন্দু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করছে ইউরো বাংলা এন্টারটেইনমেন্ট।
সৈকত নাসিরের ‘তালাশ’ ছবির মাধ্যমে জুটি হিসেবে পথচলা শুরু আদর আজাদ ও শবনম বুবলীর। এরপর সাইফ চন্দনের ‘লোকাল’ ছবি দিয়ে আলোচনায় আসেন তারা। এবার জাহিদ জুয়েলের ‘পিনিক’ ছবিতে দেখা যাবে এই জুটিকে। শোনা যাচ্ছে, আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।
ঈদ মানেই সিনেমার বাজারে নতুন আশা। কারণ, সারা বছরের মধ্যে দুই ঈদেই খানিকটা আলোর মুখ দেখে হল ব্যবসায়ীরা। নির্মাতা, প্রযোজকদেরও পরিকল্পনা থাকে ঈদে সিনেমা নির্মাণের। আজাদ-বুবলীর ‘পিনিক’ হয়তো ঈদে বিশেষ ভূমিকা রাখবে।
ইউআর