• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শাকিব দিন দিন সুন্দর হচ্ছে, এটা মেয়েদের জন্য চাপ: শ্রাবন্তী


বিনোদন ডেস্ক নভেম্বর ১৫, ২০২৪, ০৭:১৬ পিএম
শাকিব দিন দিন সুন্দর হচ্ছে, এটা মেয়েদের জন্য চাপ: শ্রাবন্তী

ঢাকা : গত সোমবার রাতে সেজেছিল তিলোত্তমা শর কলকাতা। শহরের এক সেভেন স্টার হোটেলে বসেছিল চাঁদের হাট। বরবাদের শ্যুটিং ছেড়ে মুম্বাই থেকে কলকাতা উড়ে যান শাকিব খান, উপলক্ষ্য এসকে মুভিজের একসঙ্গে ১৮টি আসন্ন ছবির লঞ্চ। যার অন্যতম শাকিব খানের ‘দরদ’। দুলু মিয়া হয়ে আগামী ১৫ই নভেম্বর রুপালি পর্দায় ধরা দেবেন তিনি, সেখানে তার নায়িকা বলিউডের সোনাল চৌহান।

সেখানেই হাজির হয়েছিলেন কলকাতার সমসত নামী দামি তারকারা। তাদের মধ্যে ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী। শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ছবি করেছেন এই অভিনেত্রী। শাকিব সম্পর্কে তার ধারণা কী? এ বিষয়ে এই অভিনেত্রী অকপটে জানালেন শাকিব নাকি দিন দিন সুন্দর হয়ে যাচ্ছেন, আর এটাই নাকি মেয়েদের জন্য চাপ হয়ে যাচ্ছে। মানে শাকিবের প্রতি মেয়েদের আকর্ষণ ক্রমেই বাড়ছে বলেই তার মন্তব্য। 

এক প্রশ্নের জবাবে শ্রাবন্তী বলেন, শাকিব খানের সঙ্গে অনেকদিন পরে দেখা হলো। আমরা সর্বশেষ করেছিলাম ভাইজান এলো রে...  শাকিবের সঙ্গে দেখা হয়ে খুবই ভালো লাগলো। শাকিব দিনকে দিন আরো সুন্দর হয়ে যাচ্ছে। মেয়েদের জন্য এটা সত্যিই চাপ। 

শুধু শ্রাবন্তীই নন, আরো অনেকেই এদিন শাকিবের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। শাকিবের পাশে পাওয়া গেছে সৌমিতৃষাকে। কালো স্লিভলেস টপ আর শিমারি জ্যকেট আর শর্টসে আবেদনময়ী লুকে নিজেকে মেলে ধরলেন মিঠাই রাণী। অনুষ্ঠানের ফাঁকে জমে উঠে দুজনের আড্ডা, ক্যামেরার সামনে দুজনের রসায়ন দেখেই স্পষ্ট এটা তাদের প্রথম আলাপ নয়। এসময় শাকিব-সৌমিতৃষা কি খুব শিগগির পর্দায় জুটি বাঁধবে? প্রশ্ন ছুড়তে দেরি করেনি সংবাদমাধ্যম।

মিঠাই রাণীতে মুগ্ধ শাকিবও। সৌমিতৃষাকে তিনি স্পষ্ট বলেলন, ‘এখানকার অনেক অভিনেত্রীকেই ওপার বাংলার মানুষ অনেক পছন্দ করেন। নিশ্চয় আমরা একসঙ্গে কাজ করব’।

একই সুর সৌমিতৃষার কণ্ঠে। তিনি জানালেন, ‘খুব ভালো লাগল কথা বলে। আমাদের এখানকার সুপারস্টাররা, দেবদা, জিৎদা যতটা আন্তরিক, শাকিব খানও ঠিক ততটাই আন্তরিক।’

এমটিআই

Wordbridge School
Link copied!