• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

‘প্রতিহিংসাপরায়ণ’ হয়ে উঠেছেন ধানুশ: নয়নতারা


বিনোদন প্রতিবেদক নভেম্বর ১৭, ২০২৪, ১২:৩৫ পিএম
‘প্রতিহিংসাপরায়ণ’ হয়ে উঠেছেন ধানুশ: নয়নতারা

ঢাকা: নয়নতারার মুক্তির অপেক্ষায় থাকা তথ্যচিত্র ‘নয়নতারা: বিয়ন্ড দ্য ফেয়ারিটেল’-এ একটি নির্দিষ্ট ছবির ফুটেজ, গান ইত্যাদি ব্যবহারের জন্য ধানুশের কাছে অনুমতি চান তিনি। তবে বারবার তা নাকচ করে দেওয়ার ও ‘প্রতিহিংসাপরায়ণ’ হয়ে উঠেছেন ধানুশ বলে অভিযোগ করেছেন অভিনেত্রী। ২০১৫ সালে মুক্তি পায় ‘নানুম রাউডি ধান’ ছবি, যেখানে অভিনয় করেছিলেন নয়নতারা ও বিজয় সেতুপতি। ছবির প্রযোজক ছিলেন ধানুশ। 

সেই ছবির বিটিএস থেকে ৩ সেকেন্ডের ফুটেজ অভিনেত্রী নিজের তথ্যচিত্রের ট্রেলারে ব্যবহার করায় ধানুশ আইনি নোটিশ পাঠিয়ে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন বলে অভিযোগ নয়নতারার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দীর্ঘ খোলা চিঠিতে এমন নানা অভিযোগের কথা জানিয়েছেন।

চিঠিতে অভিনেত্রী পরিষ্কার উল্লেখ করেন, তার আসন্ন তথ্যচিত্রে ওই নির্দিষ্ট সিনেমার কিছু ছবি, ফুটেজ, গান বা ভিডিও ব্যবহার করতে চান। কিন্তু এ সমস্ত ক্ষেত্রে একটি ‘কপিরাইট’-এর ব্যাপার থাকে। ফলে ছবির প্রযোজক হিসেবে ধানুশের কাছে বারবার অভিনেত্রী অনুরোধ জানান তাদের এন.ও.সি দেওয়ার জন্য। 

অভিযোগ করে তিনি জানান, তাদের সেই অনুরোধ বারবার খারিজ করেছেন, ফিরিয়ে দিয়েছেন। ‘নানুম রাউডি ধান’ ছবির পরিচালক ছিলেন নয়নতারার স্বামী ভিগ্নেশ শিবান। ‘শত্রুতা চরিতার্থ’ করতেই ধানুশ এমন করছেন। 

তার কথায়, অন্যের ভালোয় খুশি হন না ধানুশ, এই ছবি যখন সাফল্য লাভ করে তখনও নাকি ধানুশ ভালোভাবে মেনে নেননি সেটা। সেই ‘হিংসা’ থেকেই এমন কাজ অভিনেতা-প্রযোজকের, দাবি নয়নতারার। সব শেষে অভিনেত্রী অনুরোধ করেছেন ধানুশকে, ‘প্রতিহিংসাপরায়ণ’ না হতে। এই বিষয়ে এখনও ধানুশ কিছু বলেননি।

ইউআর

Wordbridge School
Link copied!