• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

ভেঙে গেলো সুর সম্রাট এ আর রহমানের ২৯ বছরের সংসার


বিনোদন ডেস্ক নভেম্বর ২০, ২০২৪, ১১:৪৫ এএম
ভেঙে গেলো  সুর সম্রাট এ আর রহমানের ২৯ বছরের সংসার

ঢাকা: ঘর ভাঙছে অস্কারজয়ী সুরকার সংগীত পরিচালক এ আর রহমানের। ২৯ বছরের দাম্পত্য জীবন ইতি টানতে চাইছেন তার স্ত্রী সায়রা বানু। নিয়েছেন বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত।

সায়রার আইনজীবী বন্দনা শাহ ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি। এ বিষয়ে প্রকাশ করা হয়েছে একটি আনুষ্ঠানিক বিবৃতি।

এই বিবৃতিতে বলা হয়েছে, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি গভীর ভালবাসা সত্ত্বেও, নিজেদের মধ্যে তৈরিকৃত ব্যবধান দূরত্ব ঘোচাতে পারছিলেন না তারা। সম্ভব নয় বলেও মনে করছেন।

এ নিয়ে সায়রা বানু জানান, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আরও জানিয়েছেন, এই কঠিন সময় সকলের কাছে গোপনীয়তা রক্ষার এবং তাদেরকে একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন সায়রা বানু।

১৯৯৫ সালে মায়ের পছন্দে সায়রাকে বিয়ে করেন এ আর রহমান। কেননা সুর সাধনায় তিনি এতটাই ব্যস্ত ছিলেন যে কনে দেখতে যাওয়ার সময়ও জুটছিল না। এ দম্পতির ঘরে রয়েছে তিন সন্তান খতিজা, রহিমা ও আমিন।

ইউআর

Wordbridge School
Link copied!