• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন : ফারুকী


বিনোদন প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৪, ০২:৩৯ পিএম
হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন : ফারুকী

ঢাকা: অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘শিল্পী সাহিত্যিকদের মধ্যে যারা এখনও খুনী হাসিনার পক্ষে কুরুচিপূর্ণ ভাষায় জুলাই গণঅভ্যুত্থানের পক্ষশক্তিকে হত্যার উস্কানী দিচ্ছেন তাদেরকে নিন্দা জানানোর ভাষা আমার নাই।’

হিটলারের কালে জন্ম হলে আপনারা নাজি হতেন উল্লেখ করে তিনি বলেন, ‘আমি জানিনা শিল্পী দাবি করা একজন মানুষ কি করে আরেকজন মানুষের হত্যাযজ্ঞ লাইভ দেখার ইচ্ছা পোষণ করে। শেইম, হিটলারের কালে জন্ম হইলে আপনারা হইতেন নাজি।’

সেই পোস্টের কমেন্ট বক্সে লাবু কালাম লিখেছেন, ‘এরা শিল্পী নয় এরা সেফ ভার, এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করলে তবেই এদের কুরুচিপূর্ণ মানুষিকতাকে নির্মূল করা যাবে, অন্যথায় মুক্তি নাই।’

সায়েদুল হাসানের ভাষ্য, ‘হিটু ভাই সম্ভবত লজ্জিত। তিনি হয় তো মনে মনে খুশি মনে বলেন মানুষ খালি আমারে ঘৃণা করতো এখন আমার কাতারে আরো আসতেছে।’ আরেকজনের বলেন, ‘তাদের নুন্যতম সেন্স অফ হিউমার নেই, এইখানে এসে হাহা রিয়েক্ট দিয়ে যাবে, এই রিয়াক্ট-ই তাদের ভার্চুয়াল অস্ত্র।’

প্রসঙ্গত, গত ১০ নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরয়ার ফারুকী। তবে বিশেষ করে ফারুকীর অতীতের বিভিন্ন ফেসবুক স্ট্যাটাস ও আওয়ামী লীগ সরকারের সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলেন একদল মানুষ। বিষয়টি নিয়ে একাধিকবার নিজের অবস্থান পরিষ্কার করেও আলোচনা বন্ধ করতে পারেননি এই নির্মাতা। 

ইউআর

Wordbridge School
Link copied!