• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

একঝাঁক তারকা নিয়ে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব


বিনোদন প্রতিবেদক নভেম্বর ২০, ২০২৪, ০৪:১৭ পিএম
একঝাঁক তারকা নিয়ে ‘দরদ’ দেখতে প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব

ঢাকা: ১৫ নভেম্বর থেকে দেশের ৮৩ সিনেমা হলে চলছে সুপারস্টার শাকিব খানের ছবি ‘দরদ’। একই সঙ্গে চলছে আমেরিকা, মালদ্বীপসহ অন্যান্য দেশে। দেশ-বিদেশে মুক্তির প্রথমদিন থেকে দর্শকদের সাড়া পাচ্ছে ‘দরদ’। মুক্তির প্রথম দিনে হলে হলে সত্যিই নেমে এসেছিল ঈদের আমেজ।

রোমান্টিক-থ্রিলার গল্পের ‘দরদ’-এ শাকিবের অভিনয়ের প্রশংসা করতে ভুলছে না দর্শক। অধিকাংশ দর্শক বলেছেন, এ কোন শাকিব খান! দেশের রাজনৈতিক স্থবিরতার মধ্যেও প্রথমদিন থেকে সিনেপ্লেক্স থেকে সিঙ্গেল স্ক্রিন সবখানে 'দরদ'র দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

এদিকে ‘দরদ’ মুক্তির সময় ‘বরবাদ’-এর শুটিংয়ে মুম্বাই ছিলেন শাকিব খান। সামাজিক যোগাযোগ ও সংবাদ মাধ্যমের কল্যাণে দর্শকদের ‘দরদ’ উন্মাদনা দেখছিলেন তিনি। নিজেও অপেক্ষায় ছিলেন দেশে ফিরেই বড়পর্দায় ছবিটি উপভোগ করবেন। এবার প্রেক্ষাগৃহে যাচ্ছেন শাকিব।

২২ নভেম্বর (শুক্রবার) সন্ধ্যায় রাজধানীর সিনেপ্লেক্সের একটি ব্রাঞ্চে শাকিব খানের ব্যবসায়িকা প্রতিষ্ঠান রিমার্ক- হারল্যানের সৌজন্যে ‘দরদ’-এর একটি স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়েছে। এ কারণে সিনেপ্লেক্সের তিন হলের সব টিকেট আগেই কেনা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, শাকিব খান ছাড়াও বাংলাদেশের শোবিজ অঙ্গনের অনেকে এই স্পেশাল স্ক্রিনিং-এ উপস্থিত থাকবেন। ছবিটি উপভোগ করে এই সুপারস্টার তার অনুভূতি ও সিনেমা কর্ম পরিকল্পনা জানাবেন। শাকিবের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিবারের সদস্যরাও সেদিন তার সঙ্গে বসে ‘দরদ’ উপভোগ করবেন।

ইউআর

Wordbridge School
Link copied!