• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

পরকীয়া গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন মোহিনী


বিনোদন ডেস্ক: নভেম্বর ২৩, ২০২৪, ০৬:২৮ পিএম
পরকীয়া গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন মোহিনী

ঢাকা: অস্কারজয়ী সংগীত শিল্পী-সুরকার এ আর রহমান ও তার স্ত্রী সায়রার মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। দীর্ঘ ২৯ বছর একসঙ্গে কাটানোর পর একে অপরকে ডিভোর্স দিয়েছেন তারা।

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদ শিরোনামে এই বিচ্ছেদের কারণে হিসেবে বলা হয়েছে যে, এ আর রহমানের সহকর্মী মোহিনী দের পরকীয়ার গুঞ্জন রয়েছে।

বর্তমানে ফ্রান্সে মোহিনী দে নিজের শো নিয়ে ব্যস্ত রয়েছেন। এ আর রহমামের সঙ্গে পরকীয়ার গুঞ্জনের বিষয়ে তিনি ভারতীয় গণমাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন, এ বিষয়ে কথা বলার জন্য অনেকেই আমার কাছে অনুরোধ করেছেন। আর আমি খুব ভালো করেই জানি যে, ঠিক কোন বিষয়ে আমার কাছ থেকে জানতে চাইছেন বা কী নিয়ে সকলে কথা বলতে চাইছে।’

মোহিনী দের কথায়, ‘তাই খুব বিনয়ের সঙ্গেই সকলকে ফিরিয়ে দিচ্ছি কারণ এসব ভুয়ো তথ্য। জল্পনার বিষয়ে কোনও রকম কথা বলতে চাই না। এসব ফালতু গুজব নিয়ে আমার কথা বলার মতো সময় নেই। তাই দয়া করে, আমার গোপনীয়তাকে সম্মান করুন।’

আইএ

Wordbridge School
Link copied!