• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

বিচ্ছেদের পর ‘সেকেন্ড হ্যান্ড’ শুনতে হয় আমাকে : সামান্থা


বিনোদন ডেস্ক নভেম্বর ২৭, ২০২৪, ১২:০০ পিএম
বিচ্ছেদের পর ‘সেকেন্ড হ্যান্ড’ শুনতে হয় আমাকে : সামান্থা

ঢাকা: অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদের পর কি কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সম্প্রতি সে বিষয়েই একটি সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। 

এমনকি তালাকপ্রাপ্ত মহিলা হওয়ার জন্য লোকে তাকে কি নামে ডাকে, সেটাও আনলেন সামনে। যা কোনো মহিলার জন্যই সম্মানহানিকর। 

গালাটা ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থাকে প্রশ্ন করা হয়েছিল, বিয়ের গাউন পরিবর্তন করে, সেটি দিয়ে ড্রেস বানানোর পিছনে তার কী ভাবনা কাজ করেছিল। 

জবাবে অভিনেত্রী বলেন, ‘যখন কোনও মহিলা বিবাহ বিচ্ছেদের মধ্য দিয়ে যান, তখন তার সঙ্গে অনেক লজ্জা এবং কলঙ্ক জড়িয়ে যায়। ‘সেকেন্ড হ্যান্ড, ইউজড (ব্যবহৃত), ওয়েস্টেড লাইফ (জীবন নষ্ট)’ বলে প্রচুর কমেন্ট পাই।’ 

সামান্থা বলেন, ‘আপনাকে এমন একটি কোণে ঠেলে দেওয়া হয়, যেখানে আপনার সবসময় নিজেকে ব্যর্থ মনে হতে থাকে। আপনি অপরাধবোধের মধ্যে দিয়ে যান। লজ্জা কাজ করে যে, আপনি একসময় বিবাহিত ছিলেন, এখন আর নেই। যেসব পরিবার ও মেয়েরা এর মধ্য দিয়ে গেছে, তাদের জন্য এটা সত্যিই কঠিন পরিস্থিতি।’

ইউআর
 

Wordbridge School
Link copied!