• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

গাড়িতে বসেই অনৈতিক প্রস্তাব দেয় গায়ক : ইমন


বিনোদন ডেস্ক নভেম্বর ২৭, ২০২৪, ১২:৫৯ পিএম
গাড়িতে বসেই অনৈতিক প্রস্তাব দেয় গায়ক : ইমন

ঢাকা: ক্যারিয়ারে ইমন একের পর এক সফলতা পেলেও এই সাফল্যের পেছনেও রয়েছে অতীতের তিক্ত অভিজ্ঞতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনাই তুলে ধরলেন তিনি। জানালেন, এক গায়ক গাড়িতে বসেই তাকে অনৈতিক প্রস্তাব দিয়েছিলেন। 

ইন্ডাস্ট্রিতে আজ থেকে ১২ বছর আগে এক সিনিয়র গায়কের কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন তিনি। 

গায়িকার কথায়, ‘ঘটনাটা ২০১২ সালের। একজন সেলিব্রেটি গায়কের সঙ্গে একটি প্রোগ্রামে যাচ্ছি। গাড়িতে আমার বাবা সামনের সিটে বসা। ওই গায়ক ছিলেন পেছনে আমার পাশের সিটে। উনি ইশারায় আমাকে বলেছিলেন, ওনার সঙ্গে কোথাও যাওয়ার জন্য।’

বিষয়টি মোটেও ভালোভাবে নেননি ইমন। গায়কের কু-প্রস্তাবের জবাবে ফুঁসে উঠে চিৎকার করে বলেছিলেন, ‘ইউ ওয়ান্ট টু ডু ইট রাইট নাও?’ আপনি কি এখনই করতে চান? এরপর নাকি সেই গায়ক খুব ঘাবড়ে যান। ঘটনাটি সেখানেই শেষ হয়। 

এত বছর পর সেই ঘটনা ফাঁস করলেও সেই গায়কের নাম ফাঁস করেননি ইমন। শুধু জানালেন, প্রত্যেকের ক্যারিয়ারেই স্ট্রাগল থাকে। তারও ছিল। একটা সময় লিলুয়া থেকে রবীন্দ্রভারতী, সেখান থেকে টলিগঞ্জে গান শিখতে যেতেন। ফের বিশ্ববিদ্যালয়ে ফিরে রাত ১১টায় বাড়ি ফিরতেন। সহজ ছিল না এই সফর। 

ওই সাক্ষাৎকারে মিডিয়ার ওপরই ক্ষোভ উগরে দেন ইমন। বলেন, তার নতুন গান নিয়ে হইচই হয় না। অথচ বিকিনিতে ছবি দিলেই সেসব নিয়ে চর্চা। যা মোটেই কাম্য নয়।

ইউআর

Wordbridge School
Link copied!