• ঢাকা
  • শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫, ২৭ পৌষ ১৪৩০

অক্ষয়ের ‘হাউজফুল ৫’-এ তারকাদের মেলা


বিনোদন ডেস্ক নভেম্বর ২৮, ২০২৪, ১১:১১ এএম
অক্ষয়ের ‘হাউজফুল ৫’-এ তারকাদের মেলা

ঢাকা: বলিউডের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি সাজিদ নাদিয়াদওয়ালার ‘হাউসফুল’। কমেডি ঘরানার এই ছবি একে একে চারটি কিস্তি মুক্তি পেয়েছে। তবুও দর্শকজনপ্রিয়তা কমেনি। 

দর্শকদের সেই আগ্রহের কথা চিন্তা করেই এবার আসতে চলেছে ‘হাউজফুল ৫’। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ইতোমধ্যেই সিনেমাটির নির্মাণকাজ শুরু হয়েছে।

এবার প্রকাশ পেয়েছে এই সিনেমায় অভিনয় করা তারকাদের একটি ছবি। ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে অভিনেতা অক্ষয় কুমারকে দেখা গেছে সাদা ভেস্ট এবং বাদামী কার্গো প্যান্ট পরিধান করে আছেন। সঙ্গে স্টাইলিশ সানগ্লাস পরেছেন। যা তার মজাদার চরিত্রটিকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছে।

‘হাউসফুল ৫’ প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার একটি মাইলস্টোন কাজ হিসেবে তৈরি হচ্ছে। কারণ বলিউডে এটিই প্রথম ফ্র্যাঞ্চাইজি যা তার পঞ্চম কিস্তিতে পৌঁছেছে। আগের পর্বগুলোর চেয়ে পাঁচ গুণ বেশি বিনোদন এবং কমেডি নিয়ে তৈরি হবে ছবিটি, দাবি করেছেন পরিচালক তরুণ মন্সুখানি।

বিগ বাজেটের সিনেমাটির শুটিং হয়েছে লন্ডন থেকে ফ্রান্স, স্পেনের মনোরম ও বিলাসবহুল ক্রুজে। এছাড়া ভারতেও কিছু অংশের শ্যুট হতে পারে।

‘হাউসফুল ৫’-এ অক্ষয় কুমারের সঙ্গে আরও আছেন রিতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, ফারদিন খান, জ্যাকলিন ফার্নান্দিস, সোনাম বাজওয়া, নার্গিস ফাখরি, সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকার, চাঙ্কি পান্ডে, জনি লিভার, শ্রেয়স তালপাদে, দিনো মোরিয়া, চিত্রাংদা সিং, রঞ্জিত, সাউন্ডার্য শর্মা, নিকিতিন ধীরসহ আরও অনেকেই।

ইউআর

Wordbridge School
Link copied!