• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

নো মেকআপ লুকে নুসরাত ফারিয়া


বিনোদন প্রতিবেদক নভেম্বর ২৯, ২০২৪, ০১:৫৬ পিএম
নো মেকআপ লুকে নুসরাত ফারিয়া

ঢাকা: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব রয়েছেন, তার অনুসারীর সংখ্যাও কম নয়। 

প্রতিনিয়ত ভক্তদের সামনে বিভিন্ন লুকে হাজির হন এই নায়িকা। সম্প্রতি নুসরাত ফারিয়া ভক্ত-অনুরাগীদের মাঝে কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে নো মেকআপ লুকে দেখা যায়। 

লং স্লিভ মেক্সি সঙ্গে নো মেকআপ লুকে অভিনেত্রীকে বেশ আকর্ষণীয় লাগছে। খোলা চুল, চোখের চাহনি আর মুচকি হাসি যেন ভক্ত-অনুরাগীদের মনে ঝড় তুলেছে।  

ছবি পোস্ট করে নুসরাত ফারিয়া ক্যাপশনে লিখেছেন, ‘বুধবারের দিনে নো মেকআপ।’ সঙ্গে চোখ লুকানো ইমোজি জুড়ে দিয়েছে ক্যাপশনের সঙ্গে। 

কমেন্ট বক্সে ভক্ত-অনুরাগীরা অভিনেত্রীর বেশ প্রশংসা করেছেন। অরুণ নামে এক ভক্ত লিখেছেন, ‘আপনার মেক আপের প্রয়োজন নেয়। আপনি স্বাভাবিকভাবেই অনেক সুন্দর।’ আবু মুসার ভাষ্য, ‘ছবিগুলো অনেক সুন্দর হয়েছে।’ 

উল্লেখ্য, ফারিয়া প্রথমে রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর মডেলিং এবং বিজ্ঞাপনের মাধ্যমে শোবিজে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি তার প্রথম চলচ্চিত্র “আশিকী” দিয়ে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। 

ইউআর

Wordbridge School
Link copied!