Menu
ঢাকা : চার বছরের প্রেমকে অবশেষে স্বীকৃতি দিতে চলেছেন নাগা-শোভিতা। দীর্ঘ দিনের জল্পনার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বসছে বিয়ের আসরে বসছেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা।
এরই মধ্যে গতকাল ২৯ নভেম্বর দক্ষিণী রীতি অনুযায়ী হয়ে গেল তাদের গায়েহলুদ। গায়েহলুদের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েতেই ভক্তরা প্রশংসায় ভাসাচ্ছেন এ জুটিকে।
আগামী ৪ ডিসেম্বর হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওিতে বসবে নাগা-শোভিতার বিয়ের আসর। তার আগেই প্রাক্-বিবাহ অনুষ্ঠান হাজির হন দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-পরিজন।
অনুষ্ঠান সভাস্থলের খবর প্রকাশ্যে এলেও কারা নিমন্ত্রিত, কেমন আয়োজন, তার কিছুই জানা যায়নি এখনও। এরই মধ্যে গুঞ্জন, নেটফ্লিক্সের কাছে ৫০ কোটি টাকায় বিয়ের ভিডিওর স্বত্ব বিক্রি করতে চলেছেন এ জুটি। এই প্রসঙ্গে নাগা চৈতন্য জানান, তেমন কিছুই হচ্ছে না।
বরং নাগা জানিয়েছেন, দুই পরিবারের ইচ্ছা অনুয়ায়ী অন্নপূর্ণা স্টুডিওর দাদুর মূর্তির সামনেই শোভিতাকে বিয়ে করবেন।
বিয়ের আয়োজন, অতিথিদের রাখার বন্দোবস্ত করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। বিয়ে নিয়ে ধুলিপালা ও আক্কিনেনি পরিবারের মধ্যে বইছে খুশির জোয়ার।
দুই পরিবারের ঘনিষ্ট একজন জানিয়েছেন ,বিবাহ অনুষ্ঠান সাদামাঠা রাখলেও দুই পরিবারের রীতি মেনে নাগা-শোভিতার বিয়ে হবে পবিত্র ও আনন্দময়। নেটফ্লিক্স বা অন্য কোনও প্ল্যাটফর্মে ভিডিওর স্বত্ব বিক্রি করার খবর একেবারেই ভিত্তিহীন।
এমটিআই
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT