• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১
কবীর সুমন

ফেলানী যখন ঝুলছিল, কিসের অবমাননা হচ্ছিল তখন


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ১, ২০২৪, ১১:৩৫ এএম
ফেলানী যখন ঝুলছিল, কিসের অবমাননা হচ্ছিল তখন

ঢাকা: উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী কবীর সুমন। তিনি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বারবারই সরব। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। 

শেখ হাসিনা পতন আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন তিনি। সর্বদা শিক্ষার্থীদের দাবি আদায়ের সঙ্গে পূর্ণ সমর্থন দিয়ে এসেছেন।ওপার বাংলার কবি, গীতিকার ও নির্মাতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা-সমালোচনা। 

সরাসরি না লিখলেও বোঝা যাচ্ছে, তিনি কবিতাটি লিখেছেন বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা নিয়ে। কবিতার প্রতিবাদে বাংলাদেশের অনেক লেখক, কবি ও শিল্পী এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন।

একে পোস্টে কবীর সুমন লিখেছেন, ‘সীমান্তের কাঁটাতার-বেড়া থেকে ফেলানী যখন ঝুলছিলেন, কিসের কার অবমাননা হচ্ছিল তখন?’ সুমন এই লেখায় কারও নাম নেননি তবে অনেকেই মনে করছেন তিনি মূলত এটি লিখেছেন শ্রীজাতকে উদ্দেশ্য করেই। পোস্টের মন্তব্যের ঘরে সেটা লিখেছেন অনেক অনুসারী।

বীর সাহাবী নামে একজন কমেন্ট বক্সে বলেন, ‘আপনি এই চরম সত্যগুলো বলেন বলেই আপনার এত নিন্দা করার মানুষ। মানুষ সত্যকে অপছন্দ আর মিথ্যাকে পছন্দ করে।’

আরেক পোস্টে কিংবদন্তি সংগীতশিল্পীর ভাষ্য, ‘আকারে বড় দেশগুলো মনে করে তারা তাদের আকারে ছোট প্রতিবেশীদেশগুলোর মুরুব্বি। মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে সে কিউবা, হাইতির বড়দা। পুয়ের্তো রিকোকে তো বড়দা অঙ্গরাজ্য মনে করে। ভারত মনে করে সে বাংলাদেশ, শ্রীলংকা, নেপালের বড়দা।’

ইউআর

Wordbridge School
Link copied!