• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১

যৌন হেনস্থার অভিযোগ বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে


বিনোদন ডেস্ক ডিসেম্বর ১, ২০২৪, ০২:৩০ পিএম
যৌন হেনস্থার অভিযোগ বলিউড অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে

ঢাকা: বলিউডে ফের শ্লীলতাহানি। বছর ৩২-এর এক তরুণীকে অভিনয়ের টোপ দিয়ে হেনস্থার অভিযোগ উঠল ‘জোশ’ অভিনেতা শরদ কাপুরের বিরুদ্ধে। মুম্বইয়ের খার থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শরদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ৭৪, ৭৫ এবং ৭৯ অনুযায়ী এফআইআর দায়ের হয়েছে।


নিগৃহীতা তরুণী অভিযোগ করেছেন, তাঁর সঙ্গে শরদের আলাপ হয়েছিল সমাজমাধ্যমে। বেশ কিছু দিন কথাবার্তার পর শরদ নতুন ছবি নিয়ে কথা বলার জন্য নিজের কার্যালয়ে ডেকে পাঠান তরুণীকে। বলিউডে পরিচিত নাম শরদ কপূর। তাঁর ঝুলিতে রয়েছে ‘জোশ’, ‘এলওসি কারগিল’, ‘লক্ষ্য’, ‘দস্তক’-এর মতো ছবি। একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। অভিযোগকারিণীর দাবি, সেই কারণেই শরদকে উপেক্ষা করতে পারেননি তিনি।


তরুণী জানিয়েছেন, গত ২৬ নভেম্বর ঠিকানা মিলিয়ে পৌঁছে যান নির্দিষ্ট স্থানে। কিন্তু গিয়ে বুঝতে পারেন, সেটি শরদের অফিস নয়। বাড়িতেই ডেকেছেন অভিনেতা! তরুণীর দাবি, দরজা খুলতেই শরদের গলা ভেসে আসে। তিনি পরিচারককে নির্দেশ দেন, তরুণীকে শোয়ার ঘরে পৌঁছে দেওয়া জন্য। অভিযোগ, শোয়ার ঘরে পৌঁছলে তাঁকে আপত্তিজনক ভাবে স্পর্শ করেন অভিনেতা। সেখান থেকে কোনও রকমে বেরিয়ে আসতে পারলেও সন্ধ্যায় শরদ আবার তাঁকে অশ্লীল বার্তা পাঠান। 

ইউআর

Wordbridge School
Link copied!