Menu
ঢাকা: জন্মসূত্রে পাকিস্তানি সংগীতশিল্পী তিনি। কিন্তু রাজ করেছেন বলিউডে। ভারত-পাকিস্তানের গণ্ডি পেরিয়ে এশিয়া উপমহাদেশেও তার গানের সুর মুগ্ধ করেছে লাখো-কোটি ভক্তের হৃদয়। যার নাম আতিফ আসলাম।
গত শুক্রবার (২৯ নভেম্বর) রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নিয়েছিলেন এই শিল্পী। যেখানে টানা তিন ঘণ্টা ননস্টপ পারফরম্যান্সে দর্শক হৃদয়ে ঝড় তুলেছেন গায়ক।
আয়োজকদের ভাষ্যমতে, ১ ঘণ্টা ২০ মিনিট পারফরম্যান্স করবেন আতিফ, এমনটাই কথা হয়েছিল। কিন্তু ঢাকার দর্শকদের ভালোবাসায় অভিভূত হয়ে মঞ্চে টানা ৩ ঘণ্টা পারফর্ম করেছেন শিল্পী।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাংলাদেশে পা রেখেছিলেন। এরপর শুক্রবার দুপুরে জুমার নামাজ আদায় করতে হোটেল থেকে বের হন এই গায়ক। সড়কের পাশেই মাস্ক পরিহিত অবস্থায় তার নামাজ আদায়ের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিটির সত্যতা নিশ্চিত করা হয়েছে ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টের আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের পক্ষ থেকেও।
ধারণা করা হচ্ছে, খিলখেতের আশেপাশের এলাকার কোনো একটি মসজিদে নামাজ পড়েছেন তিনি।
আইএ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT