• ঢাকা
  • বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

মেহজাবীনের গোপন তথ্য ফাঁস করলেন ফারিণ


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৩৫ এএম
মেহজাবীনের গোপন তথ্য ফাঁস করলেন ফারিণ

ঢাকা: শোবিজের জনপ্রিয় দুই অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ। সিনেমা, ওটিটি ও নাটকে অভিনয়ের মাধ্যমে দুজনেই জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। কাজের বাইরে ব্যক্তিগত জীবনেও তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে।

কখনোই কেউ কাউকে প্রতিদ্বন্দ্বী মনে না করে একে অপরের প্রতি সম্মান ও ভালোবাসা বজায় রেখে নিজেদের মতো করে কাজ করছেন তারা। এবার এক সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে মেহজাবীন তথ্য ফাঁস করলেন ফারিণ।

সেখানে এক দ্বৈত বক্তব্যে নিজেদের সম্পর্ক, একসঙ্গে কাটানোর অভিজ্ঞতা শেয়ার করেন তারা। ফারিণ বলেন, মেহজাবীন আপু কিন্তু অনলাইন শপিং অ্যাডিক্ট, এটা কি কেউ জানে কি না, জানি না। তিনি প্রতিদিনই কিছু না কিছু অর্ডার করেন অনলাইনে এবং প্রতিদিনই পার্সেল আসে তার।

ফারিণের এ কথা শুনে হাসতে থাকেন মেহজাবীন। একমত প্রকাশ করে তিনিও বলেন, ‘হ্যাঁ এটা ভেরি ভেরি ট্রু। আমার এ ধরনের একটা ‘সুস্থ অ্যাডিকশন’ আছে। আসলে আমি শপিং পছন্দ করি, এবং শুধু নিজের জন্যই না, নিজের ফ্যামিলির জন্য, বন্ধুর জন্য সবার জন্যই কিনতে ইচ্ছা করে।

ইউআর

Wordbridge School
Link copied!