• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

যে কারণে সানি লিওনের শো বাতিল করল পুলিশ


বিনোদন ডেস্ক ডিসেম্বর ৩, ২০২৪, ১১:৫৪ এএম
যে কারণে সানি লিওনের শো বাতিল করল পুলিশ

ঢাকা: বলিউড অভিনেত্রী সানি লিওনের একটি শো বাতিল করেছে পুলিশ। একটি ক্লাবে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হতে যাওয়া শোয়ে পারফর্ম করার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু শেষ মুহূর্তে সেখানে পুলিশ গিয়ে সানির শো বাতিল করে তারা।

গত ৩০ নভেম্বর হায়দারাবাদের জুবিলি হিলসের ইলুজিয়ন পাবে একটি ডিজে নাইট শো-তে রাত ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পারফর্ম কথা ছিল সানির। কিন্তু পুলিশ বাধা দেওয়ায় আয়োজকরা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার সূত্র অনুযায়ী, অনুষ্ঠানের দিন রাত ৮টা থেকে দর্শকরা আসতে থাকেন। অনুষ্ঠানটি যাতে না হয় সেখানে সেজন্য একশোজন পুলিশ সদস্যের একটি টিম হাজির হন। মূলত পুলিশ অনুমতি না দেওয়া সত্ত্বেও আয়োজকরা অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন করেন। এ কারণে বাতিল করা হয়েছে শোটি।

পরে আয়োজক সংস্থার পক্ষ থেকে পর্দায় একটি ভিডিও বার্তার মাধ্যমে জানানো হয় যে, সানি লিওন স্বাস্থ্যজনিত সমস্যার কারণে অনুষ্ঠানে পারফর্ম করতে পারবেন না। তবে তাদের পরিকল্পনা অনুযায়ী অন্যান্য অনুষ্ঠান পরিচালনা করবে। অনুষ্ঠানে সানির পারফর্ম দেখার জন্যই টিকিট সংগ্রহ করেছিলেন অনেকে। কিন্তু হঠাৎ প্রিয় তারকার শো বাতিলের খবর জানতে পেরে নিরাশ হয়ে ফিরে যান তারা।

শুধু তাই নয়, সানির শো বাতিলের ঘোষণা দেওয়ার পরও প্রায় রাত ১টা পর্যন্ত অনুষ্ঠানস্থলে অবস্থান করে পুলিশ। একইসঙ্গে অনুষ্ঠান থেকে অতিথিদের চলে যাওয়ার সময় শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ও নিশ্চিত করে তারা।

ইউআর

Wordbridge School
Link copied!