• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৫ পৌষ ১৪৩০

ভারতে রেজওয়ানা চৌধুরীকে বয়কটের ডাক


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ৬, ২০২৪, ০৩:২৬ পিএম
ভারতে রেজওয়ানা চৌধুরীকে বয়কটের ডাক

ঢাকা: বাংলাদেশের জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। দেশ-বিদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অসংখ্য ভক্ত। ভারতেও তার ভক্তের সংখ্যা কম নয়। কিন্তু এবার রেজওয়ানা চৌধুরীর অনুষ্ঠান বয়কটের হুমকি দিয়েছে ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী একটি সংস্থা।

আগামী ২৮ ডিসেম্বর কলকাতা নেতাজী সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর লাগোয়া মধ্যমগ্রাম পৌরসভার ১৯ তম পরিবেশ মেলা অনুষ্ঠিত হবে। এটি চলবে পহেলা জানুয়ারি ২০২৫ পর্যন্ত। মূলথ এই মেলার উদ্বোধনের দিন সন্ধ্যায় সাংস্কৃতি মঞ্চে গান গাওয়ার কথা করার রয়েছে রেজওয়ানা চৌধুরীর।

২০২৪ সালে আন্তর্জাতিক সঙ্গীতশিল্পী হিসেবে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক শিল্পী সম্মান ‘পদ্মশ্রী’ পুরস্কার পান তিনি। রবীন্দ্র সঙ্গীতশিল্পী হিসেবে ভারতের সমস্ত শ্রোতা-দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই গায়িকা। তাই মধ্যমগ্রাম পৌরসভা ১৯তম পরিবেশ মেলাতে আমন্ত্রণ জানায় তাকে। কিন্তু কট্টরপন্থী হিন্দুত্ববাদী ওই সংস্থা রেজওয়ানা চৌধুরীকে বয়কটের ডাক দিয়েছে। তবে হিন্দুত্ববাদীদের এই হুমকিকে প্রশ্রয় দিচ্ছে না বলে জানান পশ্চিমবঙ্গ প্রশাসন।

এ প্রসঙ্গে মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রশাসক অরবিন্দ মিত্র বলেন, শিল্পীর কোনো দেশ জাতি ধর্ম হয় না। যেকোনো হুমকি প্রতিরোধে তারা প্রস্তুত। মধ্যমগ্রামে অনুষ্ঠান সম্পন্ন করতে রেজওয়ানা চৌধুরীকে সমস্ত নিরাপত্তা দেবে পশ্চিমবঙ্গ প্রশাসন।

ইউআর
 

Wordbridge School
Link copied!