Menu
ঢাকা: হাইজিনিক টয়লেট ক্লিনিং ব্র্যান্ড টাইলক্সের উদ্বোধন অনুষ্ঠানে নেটদুনিয়ায় ভাইরাল হয় চিত্রনায়ক শাকিব খান ও চিত্রনায়িকা পরীমণির জড়িয়ে ধরার একটি ভিডিও। শাকিবকে জড়িয়ে ধরার কারণ তখন জানা না গেলেও সম্প্রতি সে বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
চলতি বছর টয়লেট দিবসে ‘টাইলক্স হাইজিনিক আবাস’ নামের একটি ক্যাম্পেইনের উদ্বোধনে উপস্থিত ছিলেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। এ ক্যাম্পেইনে শাকিব ছাড়াও ছিলেন ঢালিউডের এক ঝাঁক তারকা। যাদের মধ্যে ছিলেন পরীমণিও।
ওই অনুষ্ঠানে একটি মুহূর্তে দেখা যায়, শাকিব খানকে জড়িয়ে ধরেছেন পরী। এক সময় কান্না করতেও দেখা যায় তাকে। সে বিষয়ে একটি সাক্ষাৎকারে সম্প্রতি পরীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সেদিন আমাদের (শাকিব খানের সঙ্গে) একটা শ্যুট ছিল। যেই ক্লিপটি ছড়িয়ে পড়েছে, সেটি শুটিং শেষে বিদায় নেয়ার আগমুহূর্তের।’
কারণ জানিয়ে পরী আরও বলেন, বিদায় মুহূর্তে আমি শাকিব ভাইকে বলেছিলাম, অনেক দেরি হয়ে গেছে, বাবুরা একা তো যাই...।
এ সময় শাকিব প্রসঙ্গে অভিনেত্রী বলেন, যখন আমার খুব বাজে সময় যাচ্ছিল, ডিভোর্স, বাচ্চা নিয়ে একা লড়াই করছিলাম, ওই সময় শাকিব ভাই আমাকে বলেছিল, ‘তুমি কথা বন্ধ করে দাও’। তার সেই কথাটা আমার খুব কাজে দিয়েছে।
এসএস
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT