• ঢাকা
  • সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫, ২৯ পৌষ ১৪৩০

রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন


বিনোদন প্রতিবেদক ডিসেম্বর ৮, ২০২৪, ০৭:০৫ পিএম
রণবীর কাপুরের সেলফিতে মেহজাবীন

ঢাকা : বেশ কিছুদিন আগেই ভক্তদের কল্যাণে পৃথিবীসেরা তারকাদের কাতারে উঠে এসেছিলেন মেহজাবীন চৌধুরী। ফেসবুকে সক্রিয় ভক্তকুলের তালিকায় মেহজাবীনের ভক্তরা সেরা ২৫-এ (২৪তম) জায়গা করে নেন। সে তালিকায় ছিলেন টাইলার পেরি, ডোয়াইন জনসন, হিউ জ্যাকম্যান, উইল স্মিথ, প্রিয়াঙ্কা চোপড়াদের মতো তারকারা। 

সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মেহজাবীন চৌধুরীকে দেখা গেল সেই তারকাদের একাংশের সঙ্গে। অর্থাৎ তাকে এক ফ্রেমে বন্দি হতে দেখা গেছে বলিউড তারকা রণবীর কাপুরের সঙ্গে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি শেয়ার করেন মেহজাবীন। সেখানে দেখা যায়, সেখানে ফ্রেমবন্দি হন রণবীর কাপুরের সঙ্গে। তা দেখে মেহজাবীনের ভক্তদের যেন আনন্দের শেষ নেই; অনেকে রীতিমতো চমকেও যান।

হলিউড তারকাদের সঙ্গে বাংলাদেশি এই অভিনেত্রীর মিলনমেলা ঘটেছে সৌদি আরবের জেদ্দায়। শহরটির কালচার স্কয়ারে শুরু হওয়া রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসরে তাদের প্রত্যেকেই সিনেমা নিয়ে হাজির হয়েছেন। আর তার ফাঁকেই এই দেখা ও সেলফি! 

সেই উৎসবটিতে প্রদশর্নীর জন্য জায়গা করে নিয়েছে মেহজাবীন চৌধুরীর সিনেমা ‘সাবা’। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। কানাডা, কোরিয়া, ইন্দোনেশিয়ার পর এবার মরুর দেশে রীতিমতো বাংলাদেশ ও দেশের চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করলেন মেহজাবীন। সঙ্গে নিজের বাঙালিয়ানা সাজ আশাকেও ধরে রাখেন নিজের পরিচিতি।

জানা গেছে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে ‘সাবা’। শুধু তা-ই নয়, এ উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে।

মাকসুদ হোসেন পরিচালিত সাবা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এতে আরও রয়েছেন মোস্তফা মনওয়ার, রোকেয়া প্রাচী প্রমুখ। সিনেমাটি ইতিমধ্যেই টরন্টো, বুসানের উৎসবে প্রশংসিত হয়েছে সিনেমাটি। শিগগিরই মুক্তি পাবে দেশে। 

এমটিআই

Wordbridge School
Link copied!